কলকাতা, 11 জুন : রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে । অবস্থান-বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা । এর জেরে সকাল থেকেই ব্যাহত চিকিৎসা পরিষেবা । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালে মোতায়েন করা হয়েছে পুলিশ । ঘটনায় এন্টালি থানার পুলিশ দু'জনকে আটক করেছে । ইতিমধ্যে আহতদের দেখতে হাসপাতালে পৌঁছেছেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। এসেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । হাসপাতালের গেটগুলির সামনে এখনও অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র ডাক্তাররা । হাসপাতালের জরুরি বিভাগের পরিষেবা বন্ধ রয়েছে । ঘটনাস্থানে মুখ্যমন্ত্রীকে আসতে হবে, এই দাবিতে মন্ত্রীর সামনেও বিক্ষোভ প্রদর্শন চলতে থাকে ।
চিকিৎসায় গাফিলতি হয়েছে । এর জেরে মৃত্যু হয়েছে রোগীর । এই অভিযোগ তুলে চিকিৎসকদের সঙ্গে রোগীর পরিবারের বচসা হয় । তার পরই দু'পক্ষের হাতাহাতি হয় । ছোড়া হয় ইট । ইটের আঘাতে পরিবহ মুখোপাধ্যায় নামে এক জুনিয়র ডাক্তারের মাথা ফাটে । এরপর থেকেই অবস্থান-বিক্ষোভ করছেন জুনিয়র ডাক্তাররা । চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি । পাশাপাশি হাসপাতালে PGT ডাক্তার এবং হাউস স্টাফ ডাক্তাররা কর্মবিরতির পথে যাবেন কি না, তা নিয়ে আলোচনা চলছে ।