কলকাতা, 21 এপ্রিল : সংস্থায় তালা প্রায় পড়েই গেছে । মাথার ওপর কয়েক হাজার কোটি টাকার দেনা । হাজার হাজার কর্মচারীর ভবিষ্যৎ অন্ধকারে ডুবে গেছে । এই অবস্থায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করে কর্মচারীদের বকেয়া বেতন মেটানো ও জেটের জন্য নতুন বিনিয়োগকারী খোঁজার বিষয়ে অনুরোধ জানালেন জেট কর্মকর্তারা । চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে জেটের নিলাম প্রক্রিয়ার বিষয়টি মীমাংসার আশ্বাস দেন জেটলি ।
বকেয়া বেতন মেটানোর অনুরোধ নিয়ে জেটলির কাছে জেট কর্তারা, প্রধানমন্ত্রীকে চিঠি শমীকের - kolkata international airport
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করে কর্মচারীদের বকেয়া বেতন মেটানো ও জেটের জন্য নতুন বিনিয়োগকারী খোঁজার বিষয়ে অনুরোধ জানালেন জেট কর্মকর্তারা ।
গতকাল অরুণ জেটলির সঙ্গে সাক্ষাৎ করেন জেট এয়ারওয়েজ়ের CEO বিনয় দুবে, CFO অমিত অগরওয়াল। বৈঠকে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের অর্থমন্ত্রী সুধীর মুংগাতিওয়ার । 16 এপ্রিল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জেটের বোর্ডের বৈঠকে । সেই মত জেটের শেষ উড়ান ছাড়ে 18 তারিখ । তারপরেই জেটে কর্মরত প্রায় ২০০০০ কর্মী তাঁদের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে ।
এদিকে কলকাতা বিমানবন্দরে ৫ হাজারের বেশি জেট কর্মীরাও তাঁদের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে । এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লিখিত চিঠি দিয়েছেন বলে জানান BJP নেতা শমীক ভট্টাচার্য । তিনি বলেন, "জেট এয়ারওয়েজ় একটা বেসরকারি কম্পানি । তাই কেন্দ্রীয় সরকার সরাসরি কিছু করতে পারবে না । কম্পানির সমস্ত কর্মীরা আমাদের কাছে এসেছিলেন । তাই মানবিক ভাবে এই বিষয়টি দেখা দরকার । সেই বিষয়টি নিয়ে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছি ।"