হাওড়া, 28 মার্চ : "লোকসভা নির্বাচনে আমার বিরুদ্ধে প্রধান ৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীই মহিলা। মহিলারা হল মায়ের জাত। তাই আমার দায়িত্ব আরও বেড়ে গেল। কারণ তাঁদের রক্ষা করার দায়িত্ব আমার।" আজ উলুবেড়িয়ার কালীবাড়িতে পুজো দিয়ে নির্বাচনের প্রচার শুরু করলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন তিনি।
প্রতিদ্বন্দ্বীরা মহিলা, তাঁদের রক্ষার দায়িত্ব আমার : জয় ব্যানার্জি - undefined
প্রতিদ্বন্দ্বীরা মহিলা অর্থাৎ মায়ের জাত। তাই তাঁদের রক্ষা করার দায়িত্ব আমার। বললেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়।
জয় ব্যানার্জি
পাশাপাশি রাজ্য প্রশাসন ও তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, কলকাতা এখন অনশন নগর হয়ে উঠেছে। অমানবিকতা ও নিষ্ঠুরতার যদি কোনও পুরস্কার থাকে তা রাজ্য প্রশাসন পাবে।
এছাড়াও প্রথম নির্বাচনী প্রচারে বেরিয়েই নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি রাজনীতিতে এসেছেন। তাঁকে রামকৃষ্ণ মেনে তাঁর আদর্শ নিয়েই তিনি মানুষের জন্য কাজ করতে চান। মানুষ নিশ্চয় তাঁকে ভোট দিয়ে জেতাবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় বাহিনী থাকবে বলেই মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে।
Last Updated : Mar 28, 2019, 8:50 PM IST