কলকাতা, 20 জুলাই : পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হতে চলেছেন জগদীপ ধনকড় ৷ চলতি মাসেই রাজ্যপাল হিসেবে কেশরীনাথ ত্রিপাঠির মেয়াদ শেষ হচ্ছে ৷ এরইমধ্যে আজ জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ নতুন রাজ্যপালকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
মঙ্গলবার (23 জুলাই ) পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে কেশরীনাথ ত্রিপাঠির মেয়াদ ফুরোচ্ছে ৷ তাঁর মেয়াদ বাড়ানো হয় কি না এনিয়ে জল্পনা চলছিল ৷ সূত্রের খবর, গতরাতে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি বৈঠক হয় ৷ সেখানেই পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকড়ের নাম ঠিক হয় ৷ রাজ্যপাল হিসেবে কেন্দ্র জগদীপ ধনকড়ের নাম ঘোষণার পরই আজ টুইটে তাঁকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে তিনি লেখেন, "শ্রী জগদীপ ধানকার বাংলার নতুন রাজ্যপাল হিসেবে স্বাগত জানাই। আমি সংবাদমাধ্যম থেকে এইমাত্র খবর পেলাম। ওনাকে আমাদের সুন্দর রাজ্যে স্বাগত জানাই ৷ " পরে আরও একটি টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, "বাংলার নতুন রাজ্যপাল নিয়োগ সম্বন্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এইমাত্র কথা হল । আমি ওনাকে জানিয়েছি যে আমি ইতিমধ্যেই নতুন রাজ্যপালকে স্বাগত জানিয়েছি ৷ "