কলকাতা, 8 মে : আগামী 12 তারিখ ষষ্ঠ দফার নির্বাচনে সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী । সেভাবেই তৈরি হয়েছিল প্ল্যান । সেই প্ল্যান জানিয়ে দেওয়া হয় জেলাস্তরেও । কিন্তু গতকাল সন্ধ্যার পরে বদলে যায় চিত্রটা । দিল্লিতে নির্বাচন সদনে বৈঠক করার পর বিবেক দুবে জানিয়ে দেন, 710 কোম্পানি বাহিনী রেখে ভোট করা হবে ষষ্ঠ দফায় । কিন্তু সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না তা জানাতে পারেননি তিনি । আজ বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকও কথা দিতে পারলেন না । জানাতে পারলেন না যে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না । তিনি শুধু বলেন, "পর্যাপ্ত বাহিনী থাকবে ষষ্ঠ দফায় ।"
অন্যদিকে কমিশন চাইছে ষষ্ঠ দফায় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকুক । সেই সূত্রে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে আজ দেখা করছেন স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবের সঙ্গে । তিনি জানিয়েছেন, আরও বেশি বাহিনী পাওয়া যায় কি না সেই বিষয়ে আলোচনা করতে তিনি স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করবেন । সেক্ষেত্রে ষষ্ঠ দফায় আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসার সম্ভাবনা প্রবল ।
2014 সালের লোকসভা নির্বাচনে সর্বোচ্চ 617 কম্পানি বাহিনী রেখে ভোট হয়েছিল । 2016 সালের বিধানসভা নির্বাচনে বাহিনী 700 কম্পানির কিছু কম ছিল । কিন্তু এবার সেই সব রেকর্ড ভাঙতে চলেছে ষষ্ঠ দফায় ।