পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাজারেরও বেশি অভিযোগ কমিশনে - complains submitted

প্রথম 2 ঘণ্টায় কমিশনে হাজারের বেশি অভিযোগ জমা পড়েছিল। 4 ঘণ্টায় কমিশনে মোট 1173টি অভিযোগ জমা পড়েছে । যার মধ্যে এখনও পর্যন্ত 1109টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে ।

ফাইল ছবি

By

Published : Apr 29, 2019, 11:44 AM IST

Updated : Apr 29, 2019, 2:11 PM IST

কলকাতা, 29 এপ্রিল : ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাতটায় । আর 4 ঘণ্টার মধ্যেই কমিশনে জমা পড়েছে 1173টি অভিযোগ । এর মধ্যে 1109টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে এখনও পর্যন্ত । মাত্র 8টি লোকসভা আসনের নির্বাচনে এই সংখ্যক অভিযোগ এখনও পর্যন্ত অন্য কোনও রাজ্য থেকে আসেনি বলে কমিশন সূত্রে খবর ।

কৃষ্ণনগরের চাপরায় কানে ফোন নিয়ে ঢোকার জন্য কল্যাণ চৌবেকে শোকজ় করে কমিশন । সেইসঙ্গে সংশ্লিষ্ট বুথের প্রিজ়াইডিং অফিসারের বিরুদ্ধেও তদন্ত করা হবে বলে কমিশন সূত্রে খবর । অন্যদিকে বুথের মধ্যে ফোনে কথা বলার অভিযোগে বীরভূমের BJP প্রার্থী দুধকুমার মণ্ডলকেও শোকজ় করে কমিশন । ব্রাহ্মণবাহড়া প্রাথমিক বিদ্যালয় বুথের প্রিজ়াইডিং অফিসারকেও সরিয়ে দেওয়া হয় ।

তৃতীয় দফায় সকালের দিকে প্রচুর অভিযোগ এলেও দিনের শেষে দেখা যায় তা 1000 ছাড়ায়নি । কিন্তু চতুর্থ দফায় প্রথম দু'ঘণ্টায় 1000-এর বেশি অভিযোগ জমা পড়ায় বেশ খানিকটা চিন্তিত কমিশন ।

বেলা যত বাড়ছে রাজ্যের বিভিন্ন ভোট কেন্দ্র থেকে একের পর এক EVM বিকল, ছাপ্পা ভোট, ভোটকেন্দ্র থেকে ঢিলছোড়া দূরত্বে তাজা বোমা উদ্ধার, বুথে বিরোধী পক্ষের পোলিং এজেন্টদের ঢুকতে বাধে এমন একের পর এক অভিযোগ জমা পড়ছে কমিশনে ।

Last Updated : Apr 29, 2019, 2:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details