কলকাতা, 5 জুলাই : আজ বাজেট পেশ করেন প্রথম পূর্ণাঙ্গ মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । অর্থমন্ত্রী ঘোষণা করেন, বৃদ্ধি পাচ্ছে সোনা ও মূল্যবান ধাতুর আমদানি শুল্ক । অর্থাৎ বাড়তে চলেছে সোনার দাম । ফলস্বরূপ আগামীদিনে কাজ হারাতে চলেছেন বহু স্বর্ণশিল্পী । বাড়তে চলছে স্মাগলিং অ্য়াক্টিভিটি । এই আশঙ্কার কথা জানালেন স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির কার্যকারী সম্পাদক ও গিন্নি ম্যানশন কর্ণধার বাবলু দে ।
আরও পড়ুন : পেট্রল ও ডিজ়েলে সেস বাড়ায় মুদ্রাস্ফীতিতে প্রভাব পড়বে না : অর্থমন্ত্রী
তিনি বলেন, "বিগত কয়েকদিন ধরে ট্রাম্পের হুমকির জন্য বাড়ছিল সোনার দাম । মানুষের আশা ছিল সোনার দাম এই বাজেটে কিছু কমবে । উলটে বেড়ে গেল । সাধারণ মানুষের সমস্যা তো হবে । স্মাগলিং অ্যাক্টিভিটিও বেড়ে যাবে ।" তিনি আরও বলেন, "আগে আমদানি শুল্ক ছিল 10 শতাংশ, সেটা 2.5 শতাংশ বাড়ানো হয়েছে । এখন দাঁড়াল 12.5 শতাংশ । এর ফলে সাধারণ মানুষ, ক্রেতাদের ক্ষতি । বেকারত্বও বাড়বে । কাজের বরাত কমবে ফলে কাজ পাবে কম সংখ্যক শিল্পী । "