কলকাতা, 1 জুলাই : নিজেদের উত্তরপত্র এবার নিজেরাই মূল্যায়ন করতে পারবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা । এই নতুন ব্যবস্থা চালু করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । নতুন এই ব্যবস্থার নাম প্রসিডিওর ফর সেলফ ইন্সপেকশন । সংক্ষেপে PSI । এই PSI-এর মাধ্যমে পরীক্ষার্থীরা অনলাইনে আবেদন করে নিজেদের উত্তরপত্র দেখতে পারবে । আজ বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নতুন ব্যবস্থার কথা জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সংসদ একটি নতুন ব্যবস্থা চালু করতে চলেছে যার মাধ্যমে যে পড়ুয়ারা ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা সংসদের হেড অফিসে নিজেদের উত্তরপত্র সেলফ ইন্সপেকশনের জন্য দেখার আবেদন করতে পারবে । 5 জুলাই থেকে সংসদের ওয়েবসাইটে 'প্রসিডিওর ফর সেলফ ইন্সপেকশন' (PSI) নামে একটি অনলাইন ইন্টারফেস চালু করে দেওয়া হবে । যেখানে গিয়ে পড়ুয়ারা একটি নির্দিষ্ট ফরম্যাটে নিজেদের উত্তরপত্রের জন্য আবেদন করতে পারবে ।
আবেদনের পর সেই আবেদনের স্ট্যাটাস কী তা ট্র্যাক করারও ব্যবস্থা রাখা হচ্ছে । আবেদনকারীর উত্তরপত্র পাওয়ার পর সংসদের তরফে ওই আবেদনকারীকে একটি নির্দিষ্ট দিনে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রধান দপ্তরে আসতে বলা হবে । সেলফ ইন্সপেকশনের পর যদি প্রয়োজন মনে হয় তাহলে ওই আবেদনকারী এগজ়ামিনেশন সেন্টারে নিজেদের উত্তরপত্রের ফোটোকপির জন্য আবেদন করতে পারবেন । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে কোনও বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর থেকে 6 মাস পর্যন্ত PSI-এর অনলাইন আবেদন গ্রহণের ইন্টারফেস খোলা থাকবে ।