কলকাতা, 17 জুলাই : ব্রেন ডেথ ঘোষণা হয়ে যাওয়ার পরও রোগীর চিকিৎসার খরচ হিসাবে ভিন্ন ভিন্ন রকমের বিল পেশ করা হয়েছে হাসপাতাল থেকে । রোগীর পরিজনদের তরফে এমনই অভিযোগ উঠল মিন্টো পার্কের কাছে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের বিরুদ্ধে । অভিযোগ অবশ্য অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ । তবে, পরিজনরা জানিয়েছেন, ব্রেন ডেথ ঘোষণা এবং অঙ্গদানের ক্ষেত্রে যাতে আগামী দিনে অন্যদের এই ধরনের কোনও সমস্যায় পড়তে না হয়, তার জন্য এই বিলের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট স্থানে তাঁরা অভিযোগ জানাবেন। এক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনে তাঁরা অভিযোগ দায়ের করবেন ।
সোমবার সন্ধ্যার পরে মিন্টো পার্কের কাছে অবস্থিত বেসরকারি ওই হাসপাতালের চিকিৎসকরা পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা চিন্ময় ঘোষ (৩৬)-এর ব্রেন ডেথ ঘোষণা করেন । 10 জুলাই থেকে এই হাসপাতালে চিকিৎসা চলছিল চিন্ময় ঘোষের। পথদুর্ঘটনায় তিনি মাথায় চোট পেয়েছিলেন । নিয়ে যাওয়া হয়েছিল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে । কিন্তু শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে নিয়ে আসা হয় কলকাতার এই হাসপাতালে । ব্রেন ডেথ ঘোষণার পরে চিন্ময় ঘোষের অঙ্গদানে সম্মতি জানান পরিজনরা । তাঁর হার্ট, লিভার, দুই কিডনি, স্কিন এবং কর্নিয়া দান করা হয়েছে । অভিযোগ, ব্রেন ডেথ ঘোষণার পরও চিকিৎসার খরচ হিসাবে বেসরকারি হাসপাতাল থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিল পেশ করা হয়েছে।
চিন্ময় ঘোষের এক আত্মীয় অমিত বিশ্বাস বলেন, "এই বিপদের সময়ে সব বিল আমরা পরীক্ষা করে দেখিনি । সোমবার বিকালে যখন ব্রেন ডেথ হয় তখন একটি বিল দেওয়া হয়েছে । সোমবার দুপুরে একটি বিল দেওয়া হয়েছে । মঙ্গলবার সকাল 10টার সময় একটি বিল দেওয়া হয়েছে । আবার বিকাল তিনটার সময় একটি বিল দিয়েছে । কিন্তু, আমরা দেখছি ক্রমশ বিলগুলি বেড়ে গেছে । আমাদের মধ্যে তখন প্রশ্ন জাগে, ব্রেন ডেথ হয়ে যাওয়ার পরে এটা কী ভাবে সম্ভব?" একইসঙ্গে তিনি বলেন, "আসলে রবিবার রাতে রোগী মারা গেছে। তারপর ভেন্টিলেশনে ছিল । ব্রেন ডেথ ঘোষণার পরে ROTTO (রিজিওনাল অর্গান অ্যান্ড টিশু ট্রানস্প্লান্ট অরগানাইজেশন)-র কাছে অফিশিয়ালি দেহ হস্তান্তর হয়ে গেছে । এরপর পরীক্ষা-নিরীক্ষা হয়েছে । এটা সোমবার বেলা দুটোর সময় হয়েছে । রাত আটটার সময় আবার করেছে । দুটোর সময় আমরা সই করে দিয়েছি। এই জন্যই তো পরীক্ষা-নিরীক্ষা করতে পেরেছে । এরপরে ROTTO একটি OT নিয়ে এই কাজগুলি করেছে । তখন আমাদের এই বিলগুলি অবাস্তব ভাবে বেড়েছে ।"
বিল বেড়ে কত হয়েছিল ? অমিত বিশ্বাস বলেন, "যেমন, মঙ্গলবার ব্লাডব্যাঙ্কের 1200 টাকার একটি বিল দেওয়া হয়েছে । এটা কী ভাবে সম্ভব? বেড চার্জও ধরা হয়েছে । এরপরও আমরা মাথা ঠান্ডা রেখে কাজ করেছি যাতে মানুষের প্রাণ বাঁচে । আমরা ভাবতে পারিনি বেসরকারি একটি প্রতিষ্ঠান এরকম করতে পারে । আমরা বিশ্বাস করেছিলাম ।" চিকিৎসার খরচ হিসেবে কত টাকা দিয়েছেন হাসপাতালে? তিনি বলেন, "হাসপাতালের দাবি মতো আমরা পুরো টাকা দিয়েছি।" তিনি বলেন, "এমনও হয়েছে, মঙ্গলবার বেলা দশটার সময় আমাদের একটি বিল দিয়েছে । এরপর বেলা দুটোর সময় একটি বিল দেওয়া হয়েছে । ওষুধ ফেরত দেওয়া হয়েছে । বিল কমার কথা । বিল কী ভাবে বাড়তে পারে? ব্রেন ডেথ হয়ে গেছে। মঙ্গলবার বেলা 11টার সময় যে বিল দিয়েছে, তার পরে বেলা তিনটার সময় বিল কী ভাবে বদল হয়? যদি প্রয়োজন হয় তা হলে এটা ROTTO দেবে। আমরা কেন দেব? হাসপাতাল কর্তৃপক্ষ এখন কথা ঘুরিয়ে থাকতে পারে । কিন্তু মঙ্গলবার ব্লাডব্যাঙ্কের একটি বিল কী ভাবে আমাদের দেয়?" তিনি বলেন, "ব্রেন ডেথ ঘোষণার জন্য অ্যাপনিয়া টেস্ট করানো হয় । এর জন্য রক্ত পরীক্ষা করানো হয় । 700 টাকায় রক্ত পরীক্ষা করানো হয় । এই পরীক্ষার জন্য আমাদের বিল দেওয়া হয়েছে 12 হাজার টাকা ।"