পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CBI-এর তলব পেয়ে হাজিরা দিলেন মির্জ়া

বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এইচ এম এস মির্জ়া CBI-এর তলব পেয়ে হাজিরা দিলেন ।

মির্জ়া

By

Published : Jun 6, 2019, 11:53 AM IST

Updated : Jun 6, 2019, 4:21 PM IST

কলকাতা, 6 জুন : নারদকাণ্ডে CBI দপ্তরে হাজিরা দিলেন এস এম এইচ মির্জ়া । বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার মির্জ়া নারদ মামলায় অন্যতম অভিযুক্ত। আজ কিছুক্ষণ আগেই নিজ়াম প্যালেসে পৌঁছেছেন তিনি । তাঁর জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

সূত্রের খবর, 2014 সালে যেদিন ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ, সেদিন আরও দু'জন ব্যবসায়ী মির্জ়াকে টাকা দিয়েছিলেন । সেই দুই ব্যবসায়ী থেকে নির্দিষ্ট তথ্য পেয়েছে CBI । সেই সূত্রেই তাঁকে ফের জেরা করা হচ্ছে ।

2014 সালের লোকসভা নির্বাচনের আগে স্টিং অপারেশন করেন সাংবাদিক ম্যাথু স্যামুয়েল । অভিযোগ, সেই ফাঁদে পা দেন মির্জ়া । স্টিং অপারেশনের ফুটেজে দেখা যায়, হাফপ্যান্ট পরে আছেন তিনি । আড্ডার ভঙ্গিতে চলছে কথা । নানা তথ্য দিচ্ছেন তৃণমূল সম্পর্কেও । দাবি করছেন, বাংলার শাসকদলের হয়ে টাকা তোলেন তিনি । এমন কী দলের হয়ে কত টাকা তুলেছেন সেটাও উল্লেখ করতে ভোলেননি । ফুটেজে দেখা যায়, হাতে টাকাও নিচ্ছেন তিনি (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত) । টাকার বিনিময়ে ব্যবসায়িক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন IPS অফিসার । পরে অবশ্য মির্জ়া দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে । তিনি টাকা নেননি ।

Last Updated : Jun 6, 2019, 4:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details