কলকাতা, 11 এপ্রিল: প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রমের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। 2009 শিলদা পুলিশ ক্যাম্পে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2012 সালে অর্ণবকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর থেকে জেলেই রয়েছেন অর্ণব। আজ বিচারপতি জয়মাল্য বাগচি ও মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে। উল্লেখ্য, অর্ণব কিছুদিন আগেই জেল থেকে পরীক্ষা দিয়ে SET (স্টেট এলিজিবিলিটি টেস্ট) পাশ করেছিলেন।
"2012 সালে গ্রেপ্তার করা হয়েছিল অর্ণব দামকে। এখনও পর্যন্ত মামলায় 5-6 জন গুরুত্বপূর্ণ সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাহলে আপনার কী করছেন?" আজ রাজ্য সরকারের তরফে আইনজীবীকে প্রশ্ন করে ডিভিশন বেঞ্চ। আদালত আরও বলে, "এখনও পর্যন্ত 40 জনকে জিজ্ঞাসাবাদ করেছেন আপনারা, কিন্তু তারা কেউ মূল অভিযুক্তকে চিহ্নিত করতে পারেনি। অভিযোগ প্রমাণ করতে এখনও মূল সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে উঠতে পারলেন না। আমরা কী উত্তর দেব সেই মৃত 24 জন পুলিশ অফিসারের পরিবারকে? কী বা বলব অর্ণব দামকে? আসলে আপনারা এই ধরনের মামলার দ্রুত নিষ্পত্তি হোক সেটা চাইছেন না। সেই জন্যই আমরা অর্ণব দামের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করছি।"