পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাসপাতালে ভরতি কংগ্রেসের "মিঠুদা" - hospitalised

মূত্রনালীর সংক্রমণে আক্রান্ত হলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ দেবপ্রসাদ রায় । আপামর কংগ্রেস কর্মীর কাছে তিনি "মিঠুদা" ।

মিঠুদা

By

Published : Apr 21, 2019, 2:43 PM IST

কলকাতা, 21 এপ্রিল : মূত্রনালীর সংক্রমণে আক্রান্ত হলেন কংগ্রেসের ডাকসাইট নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ দেবপ্রসাদ রায় । আপামর কংগ্রেস কর্মীর কাছে তিনি "মিঠুদা" । গতকাল হঠাৎ করেই মূত্রনালীর সংক্রমণ বেড়ে যায় ৭১ বছর বয়সি এই প্রবীণ কংগ্রেস নেতার । সংজ্ঞা হারান তিনি । দ্রুত তাঁকে নার্সিংহোমে ভরতি করা হয় । পরে চিকিৎসকরা তাঁকে ICU-তে স্থানান্তরিত করেন ।

তাঁর দীর্ঘদিনের সহায়ক পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় বলেন, "চিকিৎসা শুরু হওয়ার পরে দেবপ্রসাদবাবুর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে । গতকাল রাতে ঘুমিয়েছেন । চিকিৎসকদের পরামর্শ মেনে গতকাল রাত এবং আজ সকালে কিছুটা খাবারও খেয়েছেন । চিকিৎসকরা জানিয়েছেন, আগের থেকে বেশ কিছুটা সুস্থ হয়েছেন দেবপ্রসাদ রায় । তবে, হৃদযন্ত্র দুর্বল রয়েছে । চিকিৎসকরা আরও ৭২ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখতে চান।

রাজ্যসভার সাংসদ হওয়া ছাড়াও একাধিকবার উত্তরবঙ্গ থেকে কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন তিনি । ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত জলপাইগুড়ির কংগ্রেস বিধায়ক ছিলেন । তারপর আসন পুনর্বিন্যাসের ফলে আলিপুরদুয়ার থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন । আশির দশকের মধ্যভাগে তিনি রাজ্যসভার সাংসদও হন।

ABOUT THE AUTHOR

...view details