পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রয়াত নকশাল নেতা সন্তোষ রানা - naxalite movement

প্রয়াত নকশাল নেতা তথা লেখক সন্তোষ রানা ।

প্রয়াত নকশাল নেতা সন্তোষ রানা

By

Published : Jun 29, 2019, 3:05 PM IST

Updated : Jun 29, 2019, 3:13 PM IST

কলকাতা, 29 জুন : প্রয়াত নকশাল নেতা তথা লেখক সন্তোষ রানা । বয়স হয়েছিল 76 । আজ সকাল 6টা নাগাদ দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । দীর্ঘ দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন ।

মেদিনীপুরের গোপীবল্লভপুরে সন্তোষবাবুর জন্ম । সন্তোষবাবু সত্তরের দশকে নকশাল আন্দোলনের অন্যতম নেতা ছিলেন । প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় নকশাল নেতা চারু মজুমদারের সঙ্গে তাঁর যোগাযোগ হয় । এরপর তিনি যোগ দেন নকশালবাড়ির কৃষক আন্দোলনে । পরে 1977 সালে গোপীবল্লভপুর আসন থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি ।

Last Updated : Jun 29, 2019, 3:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details