পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রচারের জন্য নদিয়ায় ঢোকার অনুমতি চেয়ে হাইকোর্টে মুকুল - kolkata

নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় 13 ফেব্রুয়ারি শর্তসাপেক্ষে মুকুল রায়ের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট । তবে শর্ত অনুযায়ী, তিনি নদিয়ায় ঢুকতে পারবেন না । নির্বাচনী প্রচারে অংশগ্রহণের জন্য নদিয়ায় ঢোকার অনুমতি চেয়ে এবার হাইকোর্টে আবেদন জানালেন BJP নেতা মুকুল রায় ।

মুকুল রায়

By

Published : Apr 22, 2019, 7:28 PM IST

কলকাতা, 22 এপ্রিল : নদিয়া জেলায় ঢোকার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন জানালেন BJP নেতা মুকুল রায় । নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় 13 ফেব্রুয়ারি শর্তসাপেক্ষে তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট । তবে শর্ত অনুযায়ী, তিনি নদিয়ায় ঢুকতে পারবেন না ।

আজ মুকুল রায়ের তরফে আইনজীবী শুভাশিস দাশগুপ্ত বলেন, "আগামী 24 এপ্রিল নদিয়া জেলায় লোকসভার ভোট প্রচারের জন্য একটি রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ করতে চান মুকুল রায় । কিন্ত হাইকোর্টের নির্দেশে তিনি নদিয়ায় ঢুকতে পারবেন না । তাই আমরা তাঁর নদিয়া জেলায় ঢোকার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছি । আগামীকাল হাইকোর্ট বিষয়টি শুনবে । "

9 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা খুন হন বিধায়ক সত্যজিৎ বিশ্বাস । খুনের ঘটনায় প্রথমে কার্তিক মণ্ডল এবং সুজিত মণ্ডল নামে দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ । FIR দায়ের করা হয়ে জেলার তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে । ঘটনায় মুকুল রায়ের হাত রয়েছে বলে অভিযোগ জেলার তৃণমূল নেতৃত্বের একাংশের । তাই FIR-এ তাঁর নাম দেওয়া হয়। পরে এই ঘটনায় আরও দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ । 12 ফেব্রুয়ারি মুকুল রায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান । 13 ফেব্রুয়ারি হাইকোর্ট তা মঞ্জুরও করে । 7 মার্চ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলে জানায়। কিন্ত বিচারপতি জয়মাল্য বাগচি ও মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, তিনি নদিয়া জেলায় ঢুকতে পারবেন না ।

এরপর 5 মার্চ মামলাটি ফের আদালতে ওঠে। তখন মুকুল রায়ের আগাম জামিনের মেয়াদ আরও 8 সপ্তাহ বাড়ায় আদালত। তবে তিনি নদিয়া জেলায় ঢুকতে পারবেন না বলে ফের জানিয়ে দেন বিচারপতিরা।

ABOUT THE AUTHOR

...view details