পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিজস্ব অস্তিত্ব নেই, বামফ্রন্টের অপদার্থতায় ভোট পাচ্ছে BJP : ফিরহাদ

"BJP-র নিজস্ব কোনও অস্তিত্ব নেই। বামফ্রন্ট বা CPI(M)-এর অপদার্থতার জন্য ভোট পাচ্ছে BJP।" আজ দক্ষিণ কলকাতার দলীয় প্রার্থী মালা রায়ের সমর্থনে প্রচারে বেরিয়ে এভাবেই বাম ও BJP-কে একযোগে আক্রমণ করেন ফিরহাদ হাকিম।

By

Published : Mar 19, 2019, 9:52 PM IST

কলকাতা, ১৯ মার্চ : "BJP-র নিজস্ব কোনও অস্তিত্ব নেই। বামফ্রন্ট বা CPI(M)-এর অপদার্থতার জন্য ভোট পাচ্ছে BJP।" আজ দক্ষিণ কলকাতার দলীয় প্রার্থী মালা রায়ের সমর্থনে প্রচারে বেরিয়ে এভাবেই বাম ও BJP-কে একযোগে আক্রমণ করেন ফিরহাদ হাকিম। তিনি আরও বলেন, "BJP-র কোনও জনসমর্থন নেই। তারা TV-তে বেঁচে থাকে।"

আজ দক্ষিণ কলকাতার চেতলায় দলীয় প্রার্থী মালা রায়কে সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন ফিরহাদ হাকিম। কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় কার্যত ডোর টু ডোর প্রচার সারেন তাঁরা।

উল্লেখ্য, গত পৌরসভা ভোটের আগে এই চেতলা এলাকার একটি বাড়িতে খেতে গিয়েছিলেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তবে তারপরই BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিল সেই পরিবার। সে প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "অমিত শাহ যেখানে খেয়ে গেছিলেন সেখানে BJP ভোট পায়নি। চেতলায় BJP-র কোনও অস্তিত্ব নেই। কিছু কিছু মানুষ রয়েছেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিশ্বাস করেন না তারাই শুধু BJP-কে ভোট দেয়। দক্ষিণ কলকাতা বা বাংলার বেশিরভাগ মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে।"

মালা রায় সম্পর্কে ফিরহাদ হাকিম বলেন, "দীর্ঘদিন ধরে পাশের ওয়ার্ডের কাউন্সিলর থাকার কারণে আমাদের ওয়ার্ডের সব মানুষ ওনাকে চেনে। তাঁরা মনে করেন উনি পাড়ার মেয়ে। ঘরের মেয়ে। মালা রায় সাংসদ হবেন। এখনই বলে দিচ্ছি। মানুষ দক্ষিণ কলকাতা কেন্দ্রে সবসময়ই তৃণমূলকে আশীর্বাদ করে এসেছে। এবারেও তার অন্যথা হবে না। আজ চেতলায় প্রচার হল, এরপর পোর্ট এলাকায় প্রচার হবে।"

তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে রেখে ভোটে গেলে বিগ জ়িরো হবে‌। ভোটের রেজ়াল্টে এটা প্রমাণ হবে। এর আগেও প্রমাণিত হয়েছে।" নিজের উদাহরণ টেনে তিনি আরও যোগ করেন, "আমাকে চেতলা ফুটপাথ থেকে তুলে এনে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী করেছেন। মহানাগরিক করেছেন। আমি যদি নিজেকে এখন বিশাল কিছু ভাবি তাহলে সেটা আমার মূর্খতা।"

মালা রায় বলেন, "মেয়রের নিজের এলাকায় এসেছি ভোট প্রচারে। এখানকার মানুষ তাঁকে ভালোবাসে। আমাকেও আশীর্বাদ করবেন এই এলাকার মানুষ।"

ABOUT THE AUTHOR

...view details