কলকাতা, ১৯ মার্চ : "BJP-র নিজস্ব কোনও অস্তিত্ব নেই। বামফ্রন্ট বা CPI(M)-এর অপদার্থতার জন্য ভোট পাচ্ছে BJP।" আজ দক্ষিণ কলকাতার দলীয় প্রার্থী মালা রায়ের সমর্থনে প্রচারে বেরিয়ে এভাবেই বাম ও BJP-কে একযোগে আক্রমণ করেন ফিরহাদ হাকিম। তিনি আরও বলেন, "BJP-র কোনও জনসমর্থন নেই। তারা TV-তে বেঁচে থাকে।"
আজ দক্ষিণ কলকাতার চেতলায় দলীয় প্রার্থী মালা রায়কে সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন ফিরহাদ হাকিম। কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় কার্যত ডোর টু ডোর প্রচার সারেন তাঁরা।
উল্লেখ্য, গত পৌরসভা ভোটের আগে এই চেতলা এলাকার একটি বাড়িতে খেতে গিয়েছিলেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তবে তারপরই BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিল সেই পরিবার। সে প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "অমিত শাহ যেখানে খেয়ে গেছিলেন সেখানে BJP ভোট পায়নি। চেতলায় BJP-র কোনও অস্তিত্ব নেই। কিছু কিছু মানুষ রয়েছেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিশ্বাস করেন না তারাই শুধু BJP-কে ভোট দেয়। দক্ষিণ কলকাতা বা বাংলার বেশিরভাগ মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে।"