পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাবুলের গানের কথায় আপত্তি, শব্দ পালটাতে বলল কমিশন - undefined

বাবুল সুপ্রিয়র গানের কথায় আপত্তি আছে মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরের। শব্দ পালটে ফের চিঠি দিতে বলল কমিশন।

বাবুল সুপ্রিয়

By

Published : Mar 28, 2019, 9:44 PM IST

কলকাতা, 28 মার্চ : বাবুল সুপ্রিয়র গানের কথায় আপত্তি আছে মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরের। রাজ্য BJP-র তরফে তাঁর গানের কথা নিয়ে আবেদন জমার পর সেটি খতিয়ে দেখে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের নির্দিষ্ট কমিটি। সেই কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, পালটাতে বলা হবে গানের কথা। সেই অনুযায়ী আজ রাজ্য BJP-কে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হল, আপত্তিকর শব্দগুলি বাদ দিয়ে নতুন করে অনুমতিপত্র পাঠাক তারা। সেই চিঠি আসার পর বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

গান গাওয়া হয়ে গেছে অনেকদিন আগেই। রেকর্ডিংয়ের সময়ের ভিডিয়ো বাবুল সুপ্রিয় নিজে শেয়ার করেছেন টুইটারে। 26 মার্চ গানের লিরিক্স (কথা)-এর জন্য নির্বাচন কমিশনের অনুমতি নিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি দেয় BJP। দলের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির সদস্য সঞ্জয় সিং আজ জমা দেন সেই চিঠি।

বাবুল সুপ্রিয়র নির্বাচনী প্রচারের জন্য যে গান, তা নিয়ে জলঘোলা কম হয়নি। অনুমতি না নিয়ে সেই গান প্রকাশ করার অভিযোগে তাঁকে শোকজ় করে নির্বাচন কমিশন। সেই শোকজ়ের জবাব দেন বাবুল। শোকজ়ের জবাবে তিনি বলেন, তিনি ওই গান প্রকাশ করেননি। পরিচিত দু'একজনকে দিয়েছিলেন শোনার জন্য।

এদিকে BJP-র থিম সং নিয়ে বেজায় চটেছে তৃণমূল। কমিশনের কাছে গানের কথা নিয়ে অভিযোগ জমা পড়েছে আগেই। অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের তরফের এক আইনজীবী। এ প্রসঙ্গে অভিযোগকারী আইনজীবী সঞ্জয় বসু বলেন, “ওই গানটা নিয়ে যথেষ্ট আপত্তির কারণ রয়েছে। যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা একেবারেই আপত্তিজনক। নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট বলছে কোনও ভাবে ব্যক্তিগত আক্রমণ করা যায় না কাউকে। কিন্তু গানের ক্ষেত্রে তাই করা হয়েছে। আমরা যেভাবে অভিযোগ দিয়েছি কমিশনকে দ্বিতীয় শোকজ় করতে হবে বাবুলের বিরুদ্ধে।"

অনুমতির জন্য আবেদন জমা দেওয়ার পর সঞ্জয় সিং বলেন, “নির্বাচনের প্রচারের জন্য একটি গানের লিরিক্সের নিয়ে আবেদন জমা দিতে এসেছিলাম। এরপর ঠিক হবে গানটি কে গাইবেন।" বাবুলের গানের লিরিক্সের জন্য আবেদন করতে এসেছিলেন তিনি, সেটা সরকারি ভাবে বলতে চাননি। যদিও মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর, তিনি আবেদন জমা দেন বাবুলের গানকে কেন্দ্র করেই। পরে সেটি খতিয়ে দেখে গানের কথা পালটাতে বলে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details