কলকাতা, 7 এপ্রিল : আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয়র থিম সং নিষিদ্ধ করল নির্বাচন কমিশন। নির্বাচনী সভা, সমাবেশ-সহ সোশাল মিডিয়াতেও বাবুলের গানের প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে কমিশন।
বাবুল সুপ্রিয়র গাওয়া গানটি নিয়ে কমিশনে অভিযোগ জানায় তৃণমূল। মিডিয়া সার্টিফিকেশন ছাড়া কেন থিম সংটি ইউটিউবে প্রকাশ করেছেন, সে প্রশ্ন তুলে এরপরই বাবুল সুপ্রিয়কে শোকজ় করে নির্বাচন কমিশন। সেই শোকজ়ের জবাব দেন বাবুল। শোকজ়ের জবাবে তিনি বলেন, তিনি ওই গান প্রকাশ করেননি। পরিচিত দু'একজনকে দিয়েছিলেন শোনার জন্য। 26 মার্চ গানের লিরিক্স (কথা)-র জন্য নির্বাচন কমিশনের অনুমতি নিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি দেয় BJP। দলের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির সদস্য সঞ্জয় সিং জমা দেন সেই চিঠি। রাজ্য BJP-র তরফে গানের কথা নিয়ে আবেদন জমার পর সেটি খতিয়ে দেখে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের নির্দিষ্ট কমিটি। সেই কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, পালটাতে বলা হবে গানের কথা। আপত্তিকর শব্দগুলি বাদ দিয়ে নতুন করে অনুমতি পেতে আবেদন করুক তারা। যদিও BJP-র তরফে সেই আবেদন আর করা হয়নি।