কলকাতা, 12 জুলাই : সোনার শাড়ি, রূপোর রথের পর এবার সোনার দুর্গা প্রতিমা । 17 কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে এই প্রতিমা । সৌজন্যে, সন্তোষ মিত্র স্কয়্যার ।
50 কেজি সোনা, ব্যয় 17 কোটি ; সবথেকে "দামি দুর্গা" কলকাতায় - golden durga
কলকাতার সন্তোষ মিত্র স্কয়্যার পুজো কমিটি এবার 17 কোটি টাকা ব্যয়ে 50 কেজি সোনার দুর্গা প্রতিমা তৈরি করে চমক দিতে চলেছে।
প্রতি বছরই তাদের পুজোয় কিছু না কিছু চমক থাকে । নতুন নতুন থিমের মণ্ডপ বানিয়ে দর্শনার্থীদের উপহার দেয় সন্তোষ মিত্র স্কয়্যার পুজো কমিটি । আর সাবেকি প্রতিমাই তাদের পছন্দ । তবে 2017 সালে প্রতিমাকে সোনার শাড়ি পরিয়ে চমক দিয়েছিল এই পুজো কমিটি । গত বছর চমক ছিল 40 ফুটের রূপোর রথ । আর এবার 17 কোটি টাকা ব্যয়ে 50 কেজি সোনা দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা । কমিটির সাধারণ সম্পাদক সজল ঘোষ জানিয়েছেন, এবছরের প্রতিমার উচ্চতা হতে চলেছে 12 ফুট । কিন্তু, এত টাকা আসছে কোথা থেকে ? সজলবাবু বলেন, "এই সোনা দিচ্ছে একটি বিখ্যাত জুয়েলারি সংস্থা । তাদের পৃষ্ঠপোষকতাতেই তৈরি হবে প্রতিমা । " আর এবার মণ্ডপ তৈরি হবে মায়াপুরের একটি নির্মীয়মাণ মন্দিরের আদলে।
17 কোটির সোনার প্রতিমার সুরক্ষার জন্য কী ব্যবস্থা নিয়েছে পুজো কমিটি ? কারণ এর আগেও একবার দুর্ঘটনার আশঙ্কায় বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার দর্শন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল কলকাতা পুলিশ । এবার সন্তোষ মিত্র স্কয়্যার কীভাবে ভিড় সামাল দেবে ? সজলবাবু বলেন, "ভিড় সামলানোর অভিজ্ঞতা আমাদের পুজো কমিটির বহুদিনের । গত বছরও ঘণ্টায় 1 লাখ মানুষ আমাদের প্রতিমা দর্শন করেছেন । আর প্রতিমার সুরক্ষার বিষয়টিতে প্রশাসনের সঙ্গে কথা বলব । সঙ্গে আমাদের নিজস্ব বেশকিছু সুরক্ষা কবচও আছে ।"