পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালা নিজেও জানেন তাঁর দল কতটা নীতিহীন : নন্দিনী

"দীর্ঘদিন তিনি (মালা রায়) কর্পোরেশনে একটি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারপর নীতির পরিবর্তন করে তিনি এখন অন্য একটি রাজনৈতিক দলের হয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নিজেও জানেন, নিজেও বোঝেন, তাঁর দল কতটা নীতিহীন।" দলবদল নিয়ে এইভাবেই মালা রায়কে কটাক্ষ করেন নন্দিনী

নন্দিনী মুখোপাধ্যায়

By

Published : Mar 16, 2019, 8:42 PM IST

কলকাতা, ১৬ মার্চ : অ-BJP এবং অ-তৃণমূল শক্তিগুলিকে এক হয়ে সোচ্চার হতে হবে। এমনটা জানিয়ে আজ আসন্ন লোকসভা নির্বাচনে প্রচার শুরু করলেন দক্ষিণ কলকাতার বামফ্রন্ট মনোনীত CPI(M) প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়। গতকাল সন্ধ্যায় বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণার পর আজ সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন নন্দিনী। আজ সকালে কলকাতা পুরসভার ৯১ নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করেন তিনি।

নন্দিনীর বিরুদ্ধে দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায়। তাঁর দলবদল নিয়ে কটাক্ষ করে নন্দিনী বলেন, "দীর্ঘদিন তিনি (মালা রায়) কর্পোরেশনে একটি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারপর নীতির পরিবর্তন করে তিনি এখন অন্য একটি রাজনৈতিক দলের হয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নিজেও জানেন, নিজেও বোঝেন, তাঁর দল কতটা নীতিহীন। তিনি যে দলের পক্ষে দাঁড়িয়েছেন তারা দেশকে এবং রাজ্যকে কিনারায় ঠেলে দিচ্ছে।"

নন্দিনীর দাবি, সংসদে ছাত্র, যুবক, এবং কৃষকের কথা বামফ্রন্টই একমাত্র তুলে ধরতে পারে। তিনি বলেন, "কেন্দ্রে BJP সরকার থাকলে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, কৃষকদের সুযোগ সুবিধা প্রদান, নতুন শিল্প তৈরির কাজ হবে না। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই রাজ্যকে দেউলিয়া করে দিয়েছে। মানুষের অনেক অভিজ্ঞতা হয়েছে গত কয়েক বছরে। আমরা প্রচার করছি। মানুষের কাছে আমরা পৌঁছচ্ছি। আমাদের শক্তি বৃদ্ধি করলে সাধারণ মানুষের বার্তা সংসদে পৌঁছোবে।"

কংগ্রেস কর্মী-সমর্থকরা নিজেদের স্বার্থেই বামফ্রন্টকে ভোট দেবেন বলে আশা প্রকাশ করেন নন্দিনী। তিনি বলেন, "কংগ্রেস কর্মী-সমর্থকরা প্রত্যেকেই যে বিকল্প শক্তির কথা বলছেন, তা বাম এবং কংগ্রেসের ঐক্যের মধ্যেই রয়েছে। তা ছাড়া মনে রাখতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে কেউই বাঁচবে না।"

ABOUT THE AUTHOR

...view details