কলকাতা, ১৬ মার্চ : অ-BJP এবং অ-তৃণমূল শক্তিগুলিকে এক হয়ে সোচ্চার হতে হবে। এমনটা জানিয়ে আজ আসন্ন লোকসভা নির্বাচনে প্রচার শুরু করলেন দক্ষিণ কলকাতার বামফ্রন্ট মনোনীত CPI(M) প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়। গতকাল সন্ধ্যায় বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণার পর আজ সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন নন্দিনী। আজ সকালে কলকাতা পুরসভার ৯১ নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করেন তিনি।
নন্দিনীর বিরুদ্ধে দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায়। তাঁর দলবদল নিয়ে কটাক্ষ করে নন্দিনী বলেন, "দীর্ঘদিন তিনি (মালা রায়) কর্পোরেশনে একটি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারপর নীতির পরিবর্তন করে তিনি এখন অন্য একটি রাজনৈতিক দলের হয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নিজেও জানেন, নিজেও বোঝেন, তাঁর দল কতটা নীতিহীন। তিনি যে দলের পক্ষে দাঁড়িয়েছেন তারা দেশকে এবং রাজ্যকে কিনারায় ঠেলে দিচ্ছে।"