পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাথরপ্রতিমায় CPI(M) আহ্বায়ক খুন, রিপোর্ট চাইল কমিশন - পাথরপ্রতিমায় CPI(M) আহ্বায়ক খুন

পাথরপ্রতিমায় CPI(M) আহ্বায়কের খুনের ঘটনায় রিপোর্ট টাইল রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।

পাথরপ্রতিমায় CPI(M) আহ্বায়ক খুন

By

Published : Apr 18, 2019, 4:16 AM IST

কলকাতা, 18 এপ্রিল: পাথরপ্রতিমায় এক CPI(M) নেতার রক্তাক্ত দেহ উদ্ধার হয় গতকাল। মৃতের নাম অজয় কুমার মণ্ডল। লোকসভা নির্বাচনে পাথরপ্রতিমা ব্লকের CPI(M)-র আহ্বায়ক ছিলেন তিনি। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে দক্ষিণ 24 পরগনা জেলাশাসকের কাছে রিপোর্ট চাইল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।

অজয়ের বাড়ি পাথরপ্রতিমা ব্লকের লক্ষ্মীনারায়ণপুরে। আগে দু'দফায় পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হন। গত নির্বাচনে পঞ্চায়েত সমিতির হয়ে মনোনয়ন দিয়েছিলেন। অভিযোগ ওঠে, মনোনয়ন তোলার জন্য তৃণমূলের কর্মীরা তাঁকে অপহরণ করেছিল। চারদিন পর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছিল।

মঙ্গলবার পাথরপ্রতিমার হরিপুরে দলের কর্মী সম্মেলন সেরে বাড়ি ফেরেন তিনি। রাত ন'টা নাগাদ বাড়ির কাছে একটি নিকাশি খালে মাছ ধরতে যান। কিন্তু, রাত 12টা বেজে গেলেও বাড়িতে না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। গতকাল ভোর তিনটের সময়ে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে তাঁর মৃতদেহ পাওয়া যায়। মুখ ও কাঁধে আঘাতের চিহ্ন ছিল।

দোষীদের শাস্তির দাবিতে স্থানীয় CPI(M) নেতা যজ্ঞেশ্বর দাসের নেতৃত্বে দলীয় কর্মী, সমর্থকরা গতকাল থানার সামনে বিক্ষোভ দেখায়। বিষয়টি নজরে আসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের। সেই সূত্রে জেলা নির্বাচনী আধিকারিকের রিপোর্ট তলব করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে, এই খুন আদৌ রাজনৈতিক কি না। জেলা প্রশাসন সূত্রে খবর, এই খুন আদৌ রাজনৈতিক কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর কারণ বোঝা যাবে।

এই সংক্রান্ত আরও খবর: পাথরপ্রতিমায় CPI(M) নেতার রক্তাক্ত দেহ উদ্ধার

ABOUT THE AUTHOR

...view details