কলকাতা, 16 এপ্রিল : জলপাইগুড়িতে BSF-র কম্যান্ডান্টের বিরুদ্ধে উঠেছিল অভিযোগ। তিনি নাকি বৈঠক করেছেন BJP নেতাদের সঙ্গে। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। এদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “আমার কাছে খবর আছে, ওরা BSF-কে বলেছে, গ্রামবাসীদের ভয় দেখাতে। যাতে তারা BJP-কে ভোট দেয়। সীমান্তবর্তী মানুষকে বলছি, ভয় পাবেন না।" মমতার এমন মন্তব্যের পর আলাদা মাত্রা যোগ হয় বিষয়টিতে। জলপাইগুড়িতে তৃণমূলের অভিযোগের পরিপ্রেক্ষিতে BSF কম্যান্ডান্টের সঙ্গে BJP নেতাদের বৈঠকের অভিযোগ নিয়ে জেলাশাসকের কাছে রিপোর্ট চাইল কমিশন।
গতকাল সাংবাদিক বৈঠক করে সৌরভ চক্রবর্তী অভিযোগ করেন, "ময়নাগুড়িতে বার্নিশ গ্রাম পঞ্চায়েতে পবন চৌহান নামে BSF-এর কম্যান্ডান্ট সহ কেন্দ্রীয় বাহিনী এসে পুঁটিমারি হাইস্কুলে স্থানীয় BJP নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি স্থানীয় তৃণমূল নেতাদের ফোন নম্বর নেন। এরপর পঞ্চায়েত প্রধানের স্বামীকে ফোনে হুমকি দেন। এবং BJP-কে ভোট দেওয়ার জন্য গ্রামবাসীদের হুমকি দেন।"