পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাটপাড়া উপনির্বাচনে প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী

19 মে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন ।

কেন্দ্রীয় বাহিনী

By

Published : May 16, 2019, 3:22 PM IST

কলকাতা, 16 মে : 9টি লোকসভা কেন্দ্রের পাশাপাশি 19 মে উপনির্বাচন ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে । সেই কারণে এই উপনির্বাচনের উপর বেশি নজর কমিশনের । কমিশন সূত্রে খবর, ভাটপাড়া উপনির্বাচনে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন । তবে বাহিনীর সংখ্যা সম্পর্কে এখনও কিছু পরিষ্কার করেনি কমিশন । পাশাপাশি উপনির্বাচন উপলক্ষ্যে থাকবে কুইক রেসপন্স টিমও ।

পঞ্চম দফার নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে সকাল থেকেই অশান্তির অভিযোগ এসেছিল বিস্তর । আহত হয়েছিলেন BJP প্রার্থী অর্জুন সিং । আসলে BJP-তে যাওয়ার পর থেকেই ভাটপাড়া এলাকা বিশেষ রাজনৈতিক তাৎপর্য পাচ্ছে । দলবদলের পর থেকেই এলাকা নিজের দখলে রাখতে মরিয়া অর্জুন সিং ।

ভাটপাড়ায় BJP-তরফ থেকে প্রার্থী করা হয়েছে অর্জুনপুত্র পবন সিং । অন্যদিকে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে মদন মিত্রকে । কমিশনের আশঙ্কা হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে 9টি লোকসভা কেন্দ্রের পাশাপাশি অশান্তির নিরিখে নজর কাড়তে পারে ভাটপাড়া । ইতিমধ্যে একে অপরকে আক্রমণ শুরুও করে দিয়েছে দুই পক্ষ । এই কারণেই প্রতিটি বুথে স্ট্যাটিক ফোর্সের পাশাপাশি কুইক রেসপন্স টিমকে বিশেষ ভাবে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

কমিশন সূত্রে খবর, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট করতে প্রিভেন্টিভ অ্যারেস্টের উপর জোর দেওয়া হয়েছিল । নির্বাচনের 72 ঘণ্টা আগে শুরু হওয়া ধরপাকড়ে 8000 জনকে প্রিভেনটিভ অ্যারেস্ট করা হয়েছিল সেই সময় । ভাটপাড়া উপনির্বাচনের ক্ষেত্রেও একই পদক্ষেপের কথা ভাবছে কমিশন । সম্প্রতি ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন যে বৈঠক করেন তাতে তিনি ট্রাভেল মঙ্গারদের গ্রেপ্তারির বিষয়ে নির্দেশ দিয়েছেন । CRPC-র 151 নম্বর ধারা প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি কড়া নজরদারি চালানো হয় ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী সহ পার্শ্ববর্তী এলাকার হোটেলগুলোতে । এমন কী গঙ্গার ওপারের হোটেলগুলোতেও নজরদারি চালানোর কথা বলে হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details