কলকাতা, 13 জুলাই : কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দাবি ও দলের কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ। 18 জুলাই রাজ্যজুড়ে BDO অফিস ঘেরাওয়ের ডাক দিল BJP ।
18 জুলাই রাজ্যজুড়ে BDO অফিস ঘেরাওয়ের ডাক BJP-র - kolkata
18 জুলাই রাজ্যজুড়ে BDO অফিস ঘেরাওয়ের ডাক দিল BJP । কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে ঠিকভাবে পৌঁছে দেওয়ার দাবি তুলেছে তারা।
রাজ্যের 341টি ব্লকেই BDO অফিস ঘেরাও করা হবে । গতকাল সাংবাদিক বৈঠকে একথা জানান দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ।
তাদের বক্তব্য, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা বাড়ি পেয়েছে তাদের নাম স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করতে হবে BDO অফিসকে । যারা শৌচালয় পেয়েছে তাদের নামও প্রকাশ করতে হবে । কাটমানি যারা খেয়েছে তাদের নামও প্রকাশ্যে আনা হোক । কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে । সায়ন্তনবাবুর অভিযোগ, BJP-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে । তৃণমূলের কর্মীদের দিয়ে তাদের মারধর করা হচ্ছে । হামলা চালানো হচ্ছে দলীয় কর্মী-সমর্থকদের বাড়িতেও । এরই প্রতিবাদে BDO অফিস ঘেরাও কর্মসূচি বলে জানিয়েছেন তিনি।