কলকাতা, 3 এপ্রিল : BJP কর্মী-সমর্থকদের ব্রিগেডমুখী মিছিল ঘিরে বিতর্ক। দেখা গেল ত্রিশূল হাতে মিছিলে যাচ্ছেন এক কর্মী। দেখেশুনে কেউ কেউ বলছেন, মিছিলে ত্রিশূল কেন? আবার মিছিলে দেখা গেল বিতর্কিত প্ল্যাকার্ড। যেখানে লেখা "অবাধ এবং সন্ত্রাসপূর্ণ নির্বাচন চাই।"
ব্রিগেডমুখী BJP-র মিছিলে ত্রিশূল, প্ল্যাকার্ডে লেখা "সন্ত্রাসপূর্ণ নির্বাচন চাই" - ত্রিশূল
BJP কর্মী-সমর্থকদের ব্রিগেডমুখী মিছিলে এক কর্মীর হাতে ত্রিশূল। অন্যদিকে অপর একটি মিছিলে কর্মীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা, "অবাধ এবং সন্ত্রাসপূর্ণ নির্বাচন চাই।"
রাজ্যে প্রথম দফার ভোট 11 এপ্রিল। আর তার আগে আজ নরেন্দ্র মোদি প্রথমবার নির্বাচনী প্রচারে আসছেন। গতকাল থেকেই BJP কর্মী-সমর্থকরা দলে দলে শহরে ভিড় জমিয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেড যাচ্ছেন BJP কর্মী-সমর্থকরা।
সকাল 11টা নাগাদ বাঁকুড়া থেকে আসা BJP-র একটি মিছিলে ত্রিশূল দেখা যায়। সেই ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, মিছিলে থাকা এক ব্যক্তির হাতে ত্রিশূল। অন্যদিকে নদিয়ার কৃষ্ণনগর থেকে আসা একটি মিছিলে কর্মী-সমর্থকদের হাতে বিতর্কিত সেই প্ল্যাকার্ড দেখা যায়। যেখানে লেখা ছিল, "অবাধ এবং সন্ত্রাসপূর্ণ নির্বাচন চাই।"