ব্যারাকপুর, 1 জুন : চন্দ্রকোনা থেকে জগদ্দল । যেখানেই যাচ্ছেন সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়শ্রীরাম স্লোগান শুনতে হচ্ছে । যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ তিনি । স্লোগান শুনে একাধিকবার মাঝপথে গাড়ি থামিয়ে নেমেও পড়েছেন তিনি । কখনও বলছেন, "কার বুকের পাটা আছে সামনে আয় । এসে বল । সাহস কত, মাথায় ফেট্টি বেঁধে আমাকে গালাগাল করছে ।" যত তিনি রেগে যাচ্ছেন, তত তাঁর সামনে জয়শ্রীরাম স্লোগানের মাত্রা বাড়ছে । মুখ্যমন্ত্রীর এই রাগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ হাতছাড়া করতে রাজি নয় BJP । তাই এবার মুখ্যমন্ত্রীর বাড়িতে জয়শ্রীরাম লেখা 10 লাখ পোস্ট কার্ড পাঠাতে চলেছে BJP । আজ একথা জানান ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ।
"মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঠানো হবে জয়শ্রীরাম লেখা 10 লাখ পোস্টকার্ড" - TMC
জয়শ্রীরাম স্লোগান শুনলেই ক্ষুব্ধ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাই এবার মুখ্যমন্ত্রীর বাড়িতে জয়শ্রীরাম লেখা 10 লাখ পোস্টকার্ড পাঠানো হবে ।
!["মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঠানো হবে জয়শ্রীরাম লেখা 10 লাখ পোস্টকার্ড"](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3445973-thumbnail-3x2-jgjgdf.jpg)
অর্জুন সিং বলেন, "জয়শ্রীরাম লেখা 10 লাখ পোস্ট কার্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পাঠাব । 10 হাজার নয় । 10 লাখ পোস্ট কার্ড । আমরা এখানে জয়শ্রীরাম বললে পুলিশ দিয়ে গ্রেপ্তার করাচ্ছেন । 10 লাখ লোককে তিনি গ্রেপ্তার করুন । " পাশাপাশি, অর্জুন বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ভারসাম্য হারিয়ে ফেলেছেন । আমরা কামনা করছি তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন । "
লোকসভা ভোট চলাকালীন চন্দ্রকোনায় যাওয়ার সময় মমতার সামনে জয়শ্রীরাম স্লোগান দেয় কয়েকজন যুবক । গাড়ি থেকে নেমে আসেন তিনি । পরে যুবকদের গ্রেপ্তার করে পুলিশ । তারপর বৃহস্পতিবার নৈহাটিতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় ফের তাঁর সামনে জয়শ্রীরাম স্লোগান দেওয়া হয় । ফের ক্ষুব্ধ হন মমতা । বাদ যাচ্ছেন না অন্য তৃণমূল নেতারাও । তাঁদের সামনেও আজ জয়শ্রীরাম স্লোগান দেওয়া হয় । আর এর মধ্যেই জয়শ্রীরাম লেখা 10 লাখ পোস্ট কার্ড মমতার বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত জানালেন অর্জুন ।