কলকাতা, ১২ ফেব্রুয়ারি : নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে জড়িয়েছে মুকুল রায়ের নাম। FIR-এ তাঁর নাম রয়েছে। আজ তাই কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানালেন BJP এই নেতা। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আগাম জামিনের আবেদন জানান তিনি। বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে।
তৃণমূল বিধায়ক খুনের মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন মুকুলের - Calcutta High Court
নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে জড়িয়েছে মুকুল রায়ের নাম। আজ কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানালেন BJP এই নেতা। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আগাম জামিনের আবেদন জানান তিনি। বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে।
সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় কার্তিক মণ্ডল এবং সুজিত মণ্ডল নামে দু'জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের ঘটনায় FIR দায়ের করেছেন জেলার তৃণমূল নেতারা। FIR-এ নাম রয়েছে মুকুল রায়েরও। এই ঘটনায় BJP-র হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূলের।
মামলার ব্যাপারে মুকুল রায়ের আইনজীবী শুভাশিস দাশগুপ্ত বলেন, "আমার মক্কেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে হাইকোর্টে। এই মুহুর্তে প্রায় ১৬-১৭টি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। এই মামলার কোনওটিতেই মুকুলবাবুর বিরুদ্ধ অভিযোগ প্রমাণ হয়নি। একই রকম ভাবে খুনের ঘটনায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে মুকুলবাবুর বিরুদ্ধে। সেই জন্যই তিনি আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি।"