পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে বড়মা

মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবীর শারীরিক অবস্থার অবনতি। আজ ভোর পাঁচটা থেকে SSKM হাসপাতালের ITU (ইনটেনসিভ ট্রিটমেন্ট ইউনিট)-তে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। দুই ফুসফুসেই সংক্রমণ তাঁর।

By

Published : Mar 5, 2019, 3:14 PM IST

কলকাতা, ৫ মার্চ : মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবীর শারীরিক অবস্থার অবনতি। আজ ভোর পাঁচটা থেকে SSKM হাসপাতালের ITU (ইনটেনসিভ ট্রিটমেন্ট ইউনিট)-তে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। দুই ফুসফুসেই সংক্রমণ দেখা দেওয়ায় ২৮ ফেব্রুয়ারি রাতে বীণাপাণি দেবীকে কল্যাণীর JNM (জওহরলাল নেহরু মেমোরিয়াল) হাসপাতালে ভরতি করা হয়েছিল।

১২ জনের মেডিকেল টিম গঠন করে চলছিল চিকিৎসা। ১ মার্চ তাঁকে হাসপাতালে দেখতে যান রাজ্য সরকারের দুই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ চট্টোপাধ্যায়।

শুক্রবার ও শনিবার বড়মার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ৩ মার্চ থেকে অবস্থার অবনতি হয়। এরপরই তাঁকে SSKM-এ স্থানান্তর করা হয়। SSKM হাসপাতালের ITU-তে তাঁর চিকিৎসা চলছে। বড়মার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা আজ বড়মার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করবেন।

ITU-এর ইনচার্জ চিকিৎসক বলেন, "বীণাপাণি দেবীর স্বাস্থ্যের অবনতি হচ্ছে‌। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে‌‌।"

ABOUT THE AUTHOR

...view details