পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিদির আচরণ অস্বাভাবিক, গেট ওয়েল সুন কার্ড পাঠাব : বাবুল - delhi

জয় শ্রীরাম ধ্বনি শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া প্রসঙ্গে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের BJP সাংসদ বাবুল সুপ্রিয় । পাশাপাশি জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে 'গেট ওয়েল সুন' কার্ড পাঠানো হবে তাঁর লোকসভা কেন্দ্র থেকে ।

বাবুল সুপ্রিয়

By

Published : Jun 3, 2019, 9:12 AM IST

Updated : Jun 3, 2019, 9:46 AM IST

দিল্লি, 3 জুন : "তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ । কিন্তু তাঁর আচরণ অস্বাভাবিক এবং উদ্ভট ।" জয় শ্রীরাম ধ্বনি শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া প্রসঙ্গে এ মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের BJP সাংসদ বাবুল সুপ্রিয় ।

বাবুল বলেন, "উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) যে পদে আছেন তার মর্যাদা মনে রাখা উচিত । তাঁর উচিত কয়েক দিনের জন্য বিশ্রাম নেওয়া । রাজ্যে BJP তাঁকে বিধ্বস্ত করে দিয়েছে । তাঁকে নিয়ে ক্রমাগত সোশাল মিডিয়ায় মিম তৈরি হচ্ছে । আমি আমার লোকসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে 'গেট ওয়েল সুন' কার্ড পাঠাব । দিদির অবস্থা ভালো না ।"

মমতা বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে থেকেই BJP নেতাদের জয় শ্রীরাম ধ্বনির সমালোচনা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । BJP রামকে পোলিং এজেন্ট হিসেবে ব্যবহার করছে, এমন অভিযোগও তুলেছিলেন তিনি । নির্বাচনী প্রচারে গিয়ে 4 মে চন্দ্রকোনায় জয় শ্রীরাম ধ্বনি শুনে মেজাজ হারান মমতা । গাড়ি থেকে নেমে হুমকির সুরে বলেন, “পালাচ্ছিস কেন ? সামনে আয় ।”

ভোটের ফল প্রকাশের পর 30 মে জগদ্দল ও নৈহাটিতেও জয় শ্রীরাম ধ্বনি শুনে একইভাবে মেজাজ হারান মমতা । যারা ধ্বনি দিচ্ছিল, তাদের উদ্দেশে মমতা বলেন, "আয় আয়, এদিকে আয় । কার কী বলার আছে সামনে এসে বল । বুকের পাটা থাকে তো সামনে এসে বল । সব ক্রিমিনাল ! " সেই ঘটনার 24 ঘণ্টার মধ্যে এলাকা থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ ।

Last Updated : Jun 3, 2019, 9:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details