কলকাতা, 22 মে : যৌতুকের তীব্র বিরোধী ছিলেন । জানিয়েছিলেন মনের ইচ্ছাও ।
কিন্তু, বিস্ময় বোধ হয় বাকি ছিল বিয়ে করতে যাওয়ার পর । দেখলেন এক হাজার বই দিয়ে সাজানো হয়েছে ঘর । যার বাজার মূল্য লাখ ছুঁয়ে গেছে । এর মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের একাধিক উল্লেখযোগ্য বই ।
দক্ষিণ 24 পরগনার সোনারপুরের বাসিন্দা বছর তিরিশের সূর্যকান্ত বারিক । পেশায় স্কুল শিক্ষক । জানিয়েছিলেন যৌতুক নেবেন না । পূর্ব মেদিনীপুরের খেজুরির মেয়ে প্রিয়াঙ্কা বেজকে বিয়ে করতে গিয়েই খুশিতে ডগমগ সূর্যকান্ত । দেখেন বই ভরতি ঘর ।
সূর্যকান্ত বললেন, ''আমি যৌতুকের বিরোধী । কিন্তু, বিয়ে করতে পৌঁছে অবাক হয়ে যাই । এত বই এক সঙ্গে উপহার পেয়ে আমি অভিভূত ।''
যৌতুক নিয়ে স্বামীর ইচ্ছায় খুশি প্রিয়াঙ্কাও । বললেন, ''আমার বাবা জানতেন আমি বই পড়তে খুব ভালোবাসি । এ ধরনের উপহার পেয়ে আমিও খুব খুশি। '' আর কোথা থেকে কেনা হয়েছে এতগুলো বই ? প্রিয়ঙ্কার বাড়ির জবাব, বেশির ভাগ বইই কেনা হয়েছে কলেজ স্ট্রিট থেকে ।