কলকাতা, 25 জুন : ট্রেনের মধ্যে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা হয়েছিল । তা বলতে অস্বীকার করায় চলন্ত ট্রেন থেকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ । 20 জুন ঘটনাটি ঘটে আপ ক্যানিং শিয়ালদা লোকালে । ঘটনায় জখম শাহরুফ হালদার নামে বছর বাইশের এক যুবক বালিগঞ্জ GRP-তে অভিযোগ দায়ের করেছেন । অন্যদিকে সেই দিনই পার্কসার্কাস স্টেশনে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ দায়ের হয়েছে । সেই ঘটনায় সুপ্রিয় সর্দার নামে এক যুবক জখম হন । তিনি এই বিষয়ে শিয়ালদা GRP-তে অভিযোগ দায়ের করেছেন ।
20 জুন দুপুর বারোটা পাঁচের আপ ক্যানিং শিয়ালদহ লোকাল ধরে মেটিয়াবুরুজের উদ্দেশে যাচ্ছিলেন বাসন্তীর চুনাখালির বাসিন্দা শাহরুফ হালদার । তাঁর সঙ্গে মান্নান মোল্লা সহ আরও কয়েকজন ছিলেন । অভিযোগ ট্রেনটি তালদি স্টেশনে ঢুকতেই ট্রেনে "হিন্দু সংহতি" নামে একটি সংগঠনের কিছু সমর্থক কামরায় ওঠে । তাঁরা জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছিল । অভিযোগ, ট্রেনটি যাদবপুর স্টেশন ছেড়ে ঢাকুরিয়া পৌঁছাতেই হিন্দু সংহতি-র সদস্যরা শাহরুফ ও তাঁর সঙ্গীদের জয় শ্রীরাম বলানোর চেষ্টা করে বলে অভিযোগ । জয় শ্রীরাম বলতে না চাওয়ায় শাহরুফ ও তাঁর সঙ্গীদের মারধরের পাশাপাশি পার্কসার্কাস স্টেশনে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয় । এই ঘটনায় গুরুতর জখম হন শাহরুফ সহ আরও কয়েকজন । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সেখানে ।