পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিয়োগ ও বেতন কাঠামো বদলের দাবিতে মিছিল PTTI ছাত্রছাত্রীদের - PTTI, Rally, Sitting Demonstration

2005-06 সাল পর্যন্ত সকল PTTI-দের নিয়োগ ও যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো বদল করতে হবে। এই দাবিতে আজ সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করলেন PTTI ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা।

By

Published : Apr 10, 2019, 9:06 PM IST

কলকাতা, 10 এপ্রিল : 2005-06 সাল পর্যন্ত সকল PTTI-দের নিয়োগ ও যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামোর দাবিতে আজ সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করলেন PTTI ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। মিছিল শেষে ধর্মতলায় অবস্থান করেন তাঁরা। তারপর পাঁচজন সদস্যের প্রতিনিধি দল নবান্নে গিয়ে দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে আসেন।

এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই বলেন, "এই PTTI-দের নিয়োগ করার জন্য আমাদের সমস্ত আন্দোলনেই তখন মমতা ব্যানার্জি ছিলেন। 2011 সালে ক্ষমতায় এসে প্রথম প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 2005-06 সেশন পর্যন্ত বঞ্চিত PTTI-দের তিন বছরে তিন ধাপে নিয়োগ করবেন। মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি রাখেননি। তাই ওঁকে 15 দিন সময় দিয়েছি। শিক্ষামন্ত্রীও আমাদের সঙ্গে গত মাসের 30 তারিখ বসেছিলেন। উনি দু-একদিনের মধ্যে আমাদের সঙ্গে আবার বসবেন বলেছেন। যদি 15 দিনের মধ্যে কোনও সদর্থক পদক্ষেপ না নেন তাহলে আমরা আমরণ অনশনে বসছি।"

প্রাইমারি শিক্ষক-শিক্ষিকা হতে গেলে প্রয়োজন PTTI সার্টিফিকেটের। 2005-06 সেশন পর্যন্ত NCTE-র অনুমোদন না থাকায় সারা রাজ্যের PTTI ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সার্টিফিকেট অবৈধ হয়ে গেছিল। পরে রাজ্য সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে সংসদে বিল পাস করিয়ে কেন্দ্রের আইন পরিবর্তন করে PTTI সার্টিফিকেট বৈধতা পায়।

ABOUT THE AUTHOR

...view details