কলকাতা, 10 এপ্রিল : 2005-06 সাল পর্যন্ত সকল PTTI-দের নিয়োগ ও যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামোর দাবিতে আজ সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করলেন PTTI ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। মিছিল শেষে ধর্মতলায় অবস্থান করেন তাঁরা। তারপর পাঁচজন সদস্যের প্রতিনিধি দল নবান্নে গিয়ে দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে আসেন।
নিয়োগ ও বেতন কাঠামো বদলের দাবিতে মিছিল PTTI ছাত্রছাত্রীদের - PTTI, Rally, Sitting Demonstration
2005-06 সাল পর্যন্ত সকল PTTI-দের নিয়োগ ও যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো বদল করতে হবে। এই দাবিতে আজ সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করলেন PTTI ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা।
এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই বলেন, "এই PTTI-দের নিয়োগ করার জন্য আমাদের সমস্ত আন্দোলনেই তখন মমতা ব্যানার্জি ছিলেন। 2011 সালে ক্ষমতায় এসে প্রথম প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 2005-06 সেশন পর্যন্ত বঞ্চিত PTTI-দের তিন বছরে তিন ধাপে নিয়োগ করবেন। মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি রাখেননি। তাই ওঁকে 15 দিন সময় দিয়েছি। শিক্ষামন্ত্রীও আমাদের সঙ্গে গত মাসের 30 তারিখ বসেছিলেন। উনি দু-একদিনের মধ্যে আমাদের সঙ্গে আবার বসবেন বলেছেন। যদি 15 দিনের মধ্যে কোনও সদর্থক পদক্ষেপ না নেন তাহলে আমরা আমরণ অনশনে বসছি।"
প্রাইমারি শিক্ষক-শিক্ষিকা হতে গেলে প্রয়োজন PTTI সার্টিফিকেটের। 2005-06 সেশন পর্যন্ত NCTE-র অনুমোদন না থাকায় সারা রাজ্যের PTTI ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সার্টিফিকেট অবৈধ হয়ে গেছিল। পরে রাজ্য সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে সংসদে বিল পাস করিয়ে কেন্দ্রের আইন পরিবর্তন করে PTTI সার্টিফিকেট বৈধতা পায়।