কলকাতা, 19 মে : ভোট দিতে এসে বিক্ষোভের মুখে পড়লেন বাবুল সুপ্রিয় । অভিযোগ, উত্তর কলকাতার আর্যকন্যা বালিকা বিদ্যালয়ের 133 নম্বর বুথে আজ সকালে ভোট দিয়ে বেরোনোর পরই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা । বাবুলকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান দেয় তৃণমূল কর্মীরা ।
ভোট দিতে গিয়ে বিক্ষোভের মুখে বাবুল - north kolkata
ভোট দিতে এসে বিক্ষোভের মুখে পড়েন বাবুল সুপ্রিয় । পরে নিরাপত্তরাক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
আজ সকালে ভোট দিতে যান বাবুল সুপ্রিয় । সঙ্গে ছিলেন তাঁর বাবা-মা । অভিযোগ, ভোট দিয়ে বেরোনোর পরেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু হয় । বাবুলের দাবি, বিক্ষোভকারীরা সবাই তৃণমূলের কর্মী-সমর্থক । যখন তাঁকে ঘিরে 'গো ব্যাক ' স্লোগান চলছিল তখন বিক্ষোভকারীদের উদ্দেশে মুখ খুলতে শোনা যায় বাবুলকে । তিনি বলেন, "গো ব্যাক পাবলিক বলবে, আপনারা নয় ।"
বিষয়টি নিয়ে তৃণমূলকে বিঁধতে ছাড়েননি বাবুল সুপ্রিয় । তাঁর দাবি, তৃণমূল হিংসা না ছড়ানোর কথা বলে । মদন মিত্র মাঝেমধ্যেই বলেন তিনি ভোটে হিংসার আশ্রয় নেননি । এই কথা কোনও দিনই বিশ্বাস করবেন না মানুষ । তাঁর আরও দাবি, "এখনও আমাদের উপর আক্রমণ হতে পারে । আমি এসে দাঙ্গা বাধানোর চেষ্টা করছি । "