কলকাতা, 8 জুলাই : কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের এমন নেতাদের BJP-তে নেওয়া হবে না । অন্য দল থেকে নেতাদের নেওয়ার আগে তাঁদের স্ক্রিনিং করা হবে । যাঁরা কাটমানি নিয়েছেন, তাঁদের "অ্যান্টি-কাট" করা হবে । গতকাল ICCR-এ BJP-র সদস্য গ্রহণ অভিযান সংক্রান্ত এক বৈঠকে দলের সাংসদ ও বিধায়কদের সামনে একথা বলেন দলের জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ।
যাঁরা কাটমানি নিয়েছেন তাঁদের "অ্যান্টি-কাট" করা হবে : কৈলাস বিজয়বর্গীয় - ICCR
কোনও তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ থাকলে তাঁকে BJP-তে নেওয়া হবে না । একথা জানান কৈলাস বিজয়বর্গীয় ।
কৈলাস বলেন, "অমিত শাহ জানিয়েছেন, গোটা দেশে 10 কোটি সদস্য সংগ্রহ সম্ভব হয়েছিল বলে গত লোকসভা ভোটে NDA জোট 300 টি আসন পেয়েছে । এরাজ্যে এবার 1 কোটি সদস্য গ্রহণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । সেই লক্ষ্যমাত্রা পূরণ হলে আমরা 2021 সালে বিধানসভা দখল করতে পারব ।"
দলের জাতীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিব প্রকাশ বৈঠকে বলেন, "দলের পুরোনো ও নতুন নেতাদের মধ্যে কোনও ভেদাভেদ করা হবে না । অন্যদল থেকে আসা নেতা ও কর্মীদের সঙ্গে কোনও ভেদাভেদ করবেন না । কারণ সেই কর্মী বা নেতারা যখন BJP-তে যোগ দেবেন, তখন তিনি আমাদের পরিবারের একজন সদস্য হবেন । তাই তাঁর সঙ্গে BJP-র কার্যকর্তাদের কোনোও ঝামেলা ও গন্ডগোল করা উচিত নয় ।"