পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুরু তৃতীয় দফার প্রস্তুতি, মোতায়েন 9 কম্পানি কেন্দ্রীয় বাহিনী

তৃতীয় দফায় রাজ্যের 3 জেলার 5টি আসনে ভোটগ্রহণ হবে। তার জন্য এখন থেকেই 9 কম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়েছে।

কেন্দ্রীয় বাহিনী (ফাইল ছবি)

By

Published : Apr 18, 2019, 5:47 AM IST

কলকাতা, 18 এপ্রিল : সময় নেই হাতে। দ্বিতীয় দফা শেষ হতে না হতেই কড়া নাড়বে তৃতীয় দফা। মাঝে ব্যবধান চারদিনের। তাই দ্বিতীয় দফার ভোট শুরুর আগে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেল তৃতীয় দফা ভোটের আসনগুলিতে। আজ যখন ভোট দেবেন দ্বিতীয় দফার ভোটাররা, তখন দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের একাংশে রুটমার্চ শুরু করবে কেন্দ্রীয় বাহিনী।

আজ দ্বিতীয় দফার ভোট। ভাগ্য পরীক্ষা দার্জিলিং, জলপাইগুড়ি এবং রায়গঞ্জের প্রার্থীদের। এরই মাঝে নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে তৃতীয় দফায় ভোট প্রস্তুতি। তৃতীয় দফায় ভোট হবে বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর আসনে। কমিশনের কাছে চ্যালেঞ্জ অনেকটাই বেশি থাকবে। আর সেই সূত্রেই গতকাল তিন জেলায় পৌঁছে গেল নয় কম্পানি কেন্দ্রীয় বাহিনী। যে কোন মুহূর্তে দক্ষিণের রাজ্যগুলি থেকে এসে পড়বেন আরও ছয় কম্পানি সীমা সুরক্ষা বলের জওয়ানরা। তবে তার আগেই নয় কম্পানি বাহিনীর জওয়ানরা শুরু করবেন ভোটারদের আস্থাবৃদ্ধির কাজ।

23 এপ্রিল তৃতীয় দফার ভোট। রাজ্যের মোট পাঁচটি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে ওই দিন। তিন জেলাতেই রয়েছে আন্তর্জাতিক সীমান্ত। অপরাধ প্রবণ জেলা হিসেবে মালদা এবং মুর্শিদাবাদে স্পর্শকাতর বুথের সংখ্যা অনেকটাই বেশি। অতীতের ভোটে এই দুই জেলায় অশান্তিও হয়েছে বিস্তর। ইতিমধ্যেই রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ঘুরে এসেছেন মুর্শিদাবাদ। সূত্রের খবর, ওই 5 কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট পরিচালনা করার নীল নকশা তৈরি করে ফেলেছে কমিশন। তারই অঙ্গ হিসেবে নয় কম্পানি বাহিনী ইতিমধ্যেই চলে গেছে ওই তিন জেলায়। ‌

ABOUT THE AUTHOR

...view details