পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খদ্দের সেজে স্যালোঁয় পুলিশ, মধ্য কলকাতায় ফাঁস মধুচক্র !

শহরের পথে-ঘাটে সাঁটানো পোস্টারে চোখ পড়বেই আপনার । বিজ্ঞাপনে 100% “স্যাটিসফেকশনের" গ্যারান্টি । অতীতের বিভিন্ন ঘটনা বলছে, ওই ম্যাসাজ পার্লারের আড়ালে চলে মধুচক্রের আসর । রীতিমতো বিজ্ঞাপন দিয়েই চলে কারবার । আবার শহর কলকাতাতেই বেশ কিছু পার্লার কিংবা স্যালোঁয় চুল বা দাড়ি কাটাতে গিয়ে অনেকেই শুনেছেন কানের কাছে ফিসফিস । “ম্যাসাজ করাবেন ? স্যাটিসফেকশনের গ্যারান্টি ।"

ছবিটি প্রতীকী

By

Published : Jul 20, 2019, 5:24 AM IST

Updated : Jul 20, 2019, 9:11 AM IST

কলকাতা, 20 জুলাই : ম্যাসাজ পার্লারের আড়ালে চলত মধুচক্র । ঘটনাস্থান মধ্য কলকাতার তালতলা এলাকায় । একটি ইউনিসেক্স স্যালোঁয় দিনের পর দিন চালানো হচ্ছিল অবৈধ কাজকারবার । গতকাল রাতে হানা দেয় পুলিশ । 10 যুবতি-সহ 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

শহরের পথে-ঘাটে সাঁটানো পোস্টারে চোখ পড়বেই আপনার । বিজ্ঞাপনে 100% “স্যাটিসফেকশনের" গ্যারান্টি । অতীতের বিভিন্ন ঘটনা বলছে, ওই ম্যাসাজ পার্লারের আড়ালে চলে মধুচক্রের আসর । রীতিমতো বিজ্ঞাপন দিয়েই চলে কারবার । আবার শহর কলকাতাতেই বেশ কিছু পার্লার কিংবা স্যালোঁয় চুল বা দাড়ি কাটাতে গিয়ে অনেকেই শুনেছেন ফিসফিস, “ম্যাসাজ করাবেন ? স্যাটিসফেকশনের গ্যারান্টি ।" হ্যাঁ, বলা মাত্রই সেখানে হাজির হয়ে যায় যুবতি । ইঙ্গিতটা স্পষ্ট । এভাবেই তালতলার সেলুনটিতে চালানো হচ্ছিল দেহব্যবসা । সোর্স মারফত খবর পায় পুলিশ । তারপর সাদা পোশাকে খদ্দের সেজে যান গোয়েন্দারা । হাতেনাতে পাকড়াও হয় ১০ যুবতি ও ৩ কাস্টমার ।

পুলিশ জানতে পারে ওই স্যালোঁর ম্যানেজার মফিজ হোসেন । তিনি বেনিয়াপুকুর এলাকার বাসিন্দা । লালবাজার সূত্রের খবর, পরে গ্রেপ্তার করা হয় তাঁকেও ।

Last Updated : Jul 20, 2019, 9:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details