পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে পথ কুকুরদের খাওয়ানো, বয়স্কদের সাহায্যে বোলপুরের এক দল যুবক-যুবতি

লকডাউনের প্রথম দিন থেকে প্রতিদিন দু'বেলা করে প্রায় 300 পথ কুকুরদের পেট ভরে খাওয়ায় একদল যুবক-যুবতী । এছাড়াও এলাকার বয়স্ক মানুষকে নিত্য বাজার করেও সাহায্য করছেন তাঁরা । বিনা পারিশ্রমিকই দুই মাস ধরে এই কাজ করে চলেছেন ।

লকডাউনে পথ কুকুরদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছে বোলপুরের একদল যুবক-যুবতি
লকডাউনে পথ কুকুরদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছে বোলপুরের একদল যুবক-যুবতি

By

Published : May 31, 2020, 2:07 PM IST

বোলপুর, 31 মে : কোরোনা সংক্রমণ রুখতে টানা দুই মাস ধরে চলছে লকডাউন । জরুরি পরিষেবা ছাড়া বন্ধ করে দেওয়া হয়েছিল সব কিছুই । দোকানপাট সব বন্ধ থাকায় না খেয়ে থাকতে হচ্ছিল রাস্তার কুকুরদের । তাই তাদের খাবারের ব্যবস্থায় এগিয়ে আসে বীরভূমের একদল যুবক-যুবতি । বোলপুর-শান্তিনিকতন এলাকার সমস্ত পথ কুকুরদের দু'বেলা খাবারের দায়িত্ব নেন তাঁরা । এছাড়াও এলাকার বয়স্ক মানুষকে নিত্য বাজার করেও সাহায্য করছেন তাঁরা । বিনা পারিশ্রমিকই দুই মাস ধরে এই কাজ করে চলেছেন ।

লকডাউনের প্রথম দিন থেকে প্রতিদিন দু'বেলা করে পথ কুকুরদের পেট ভরে খাওয়ানো হয় । প্রতিদিন প্রায় 25 কেজি চালের ভাত হয় । তাতে মেশানো হয় মাংসর টুকরো । প্রথমে নিজেরা চাঁদা তুলে এই কাজ শুরু করেন । পরে সোশাল মিডিয়ায় তাঁদের কাজ দেখে অনেকেই সাহায্যের জন্য এগিয়ে আসেন । বোলপুরের মানুষও আর্থিকভাবে তাঁদের সহায়তা করে । পাশাপাশি, লকডাউনের ফলে এলাকার অনেক বয়স্ক মানুষই কোরোনার আশঙ্কায় বাজারে যেতে সাহস করেন না । তাই তাঁদের বাড়ি গিয়ে ফর্দ নিয়ে বাজার করে দিয়ে আসে বোলপুরের এই যুবক-যুবতিদের দল ।

লকডাউনে পথ কুকুরদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছে বোলপুরের একদল যুবক-যুবতি

স্বেচ্ছাসেবী পিঙ্কি চট্টোপাধ্যায় বলেন, "লকডাউনের শুরু থেকেই আমরা পথ কুকুরদের খাওয়ানো শুরু করেছি । কারণ সমস্ত দোকান বাজার বন্ধ থাকায় ওরা খেতে পায় না । বহু মানুষ আমাদের এই কাজে পাশে দাঁড়িয়েছে ।" আর এক স্বেচ্ছাসেবী গোরা গঙ্গোপাধ্যায় বলেন, "প্রতিদিন 300 কুকুরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে । লকডাউন যতদিন চলবে, আমরা এই কাজ চালিয়ে যাব । বোলপুরের অনেক যুবক-যুবতি আমাদের সঙ্গে আছে । এলাকার বয়স্কদের বাজার করে দেওয়ার দায়িত্বও আমরা নিয়েছি ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details