রামপুরহাট, 16 অক্টোবর:বচসার জেরে এক যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল অপর যাত্রী । তারপরেই ফিরল 'কহানি' সিনেমার বব বিশ্বাসের ছবি ৷ নৃশংস ঘটনা ঘটিয়েও রীতিমতো নির্লিপ্ত ছিল ওই ব্যক্তি। তারাপীঠ ঢোকার মুখে কপালে হাত ঠেকিয়ে প্রণামও সারেন তিনি ৷ ওই ভিডিয়ো দেখে শিউরে উঠছেন প্রত্যেকে (Youth pushed from a moving Train by Co Passenger) ৷
ঘটনার বেশ খানিকক্ষণ পরে লাইনের ধার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই যুবককে (Young man was rescued in a Bloody Condition) ৷ এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি ৷ নৃশংস ঘটনাটি ঘটেছে হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে (Howrah–Malda Town Intercity Express) । দুই যাত্রীর বচসা, ঠেলে লাইনে ফেলে দেওয়ার সেই দৃশ্য মোবাইলের ক্যামেরাবন্দি করেন এক মূক ও বধির যাত্রী । ঘটনাটি ঘটেছে তারাপীঠ রোড ও রামপুরহাট রেল স্টেশনের মাঝে । ওই মক ও বধির যাত্রীই ট্রেন থেকে নেমে মুরারই থানায় বিষয়টি জানান ।