নলহাটি, 28 জানুয়ারি : এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ ৷ জানা গিয়েছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ফেসবুক লাইভ করে ওই যুবক ৷ বীরভূমের নলহাটির ঘটনা ৷ মৃতের নাম রাজ মজুমদার ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, রাজ মজুমদার নামে ওই যুবকের বাড়ি ডাকবাংলো পাড়া এলাকায় ৷ এদিন বিকেলের দিকে সে বাড়ি থেকে বের হয় ৷ এর বেশ কিছুক্ষণ পর পরিবারের লোকেদের কাছে খবর আসে যে, আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ পরিবারের লোকেদের দাবি, হাসপাতালে পৌঁছানোর পর রাজের মৃত্যুর খবর জানতে পারেন তাঁরা ৷ প্রসঙ্গত, এদিন ফেসবুকে একটি লাইভ করেন রাজ ৷ সেখানে মানসিক অবসাদের কথা জানায় সে ৷ যদিও পরিবারের লোকেদের দাবি, রাজকে পিটিয়ে খুন করা হয়েছে ৷