পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suri Youth Murder: 'বালিঘাটের দখল' নিয়ে বিবাদের জেরে খুন তরুণ, ধৃত তৃণমূল নেতা-সহ 15 - নিয়ে বিবাদের জেরে খুন তরুণ

বীরভূমের (Birbhum) সিউড়িতে এক তরুণকে কুপিয়ে খুনের (Suri Youth Murder) অভিযোগ ৷ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস ৷ বালিঘাটের দখল নিয়ে বচসার জেরে খুন বলে দাবি নিহতের পরিবারের সদস্যদের ৷

youth murder in suri due to conflict regarding bali ghat
Suri Youth Murder: বালিরঘাটের দখল নিয়ে বিবাদ, সিউড়িতে যুবককে কুপিয়ে খুন !

By

Published : Nov 6, 2022, 12:03 PM IST

Updated : Nov 6, 2022, 12:44 PM IST

সিউড়ি, 6 নভেম্বর:পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) আগে ফের উত্তপ্ত বীরভূমের (Birbhum) সিউড়ি ৷ বালিরঘাটের দখলদারি কেন্দ্র করে এক তরুণকে কুপিয়ে খুনের (Suri Youth Murder) অভিযোগ ৷ নিহত তরুণের নাম শেখ ফাইজুল ৷ বয়স 19 বছর ৷ পরিবারের সদস্যদের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে ৷ শেষ খবর অনুযায়ী, খুনে জড়িত থাকার অভিযোগে মোট 15 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের মধ্যে স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ কাজল শাহও রয়েছেন ৷ বস্তুত, কাজলকেই এই খুনের জন্য দায়ী করছেন নিহতের পরিবারের সদস্যরা ৷

সিউড়ির বাঁশঝোড় এলাকার বাসিন্দা ছিলেন শেখ ফাইজুল ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালিঘাটের দখল কার হাতে থাকবে, তা নিয়ে তৃণমূল কংগ্রেসের স্থানীয় দুই গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের ৷ এই দুই গোষ্ঠীর মধ্যে একটির নেতা হলেন কাজল শাহ ৷ তাঁকে নিয়ে এলাকায় বিস্তর অভিযোগ রয়েছে ৷ এমনকী, এর আগেও গ্রেফতার করা হয়েছিল কাজল শাহকে ৷

ফের উত্তপ্ত বীরভূম ৷

আরও পড়ুন:কেষ্টকে বীরভূমের বাঘ বললেন ফিরহাদ, নাম করে পার্থর জন্য তৃণমূল লজ্জিত বলেও মানলেন

বীরভূমের নানা অংশে বালিপাচার এবং বালিঘাটের দখল নিয়ে বিবাদ বা সংঘর্ষ নতুন কিছু নয় ৷ মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটে ৷ এর আগে মৌমিতা গোদারা বসু বীরভূমের জেলাশাসক থাকাকালীন কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলা করার সিদ্ধান্ত নেন ৷ বিভিন্ন বালিঘাটে তিনি নিজে অভিযান চালান ৷ বন্ধ করে দেন বেআইনি কারবার ৷ অভিযোগ, সেই সময় জেলাশাসকের বাসভবন লক্ষ করে বোমাবাজি করা হয় ৷ সেই ঘটনাতেও নাম জড়ায় এই কাজল শাহের ৷ ঘটনার জেরে তাঁকে গ্রেফতারও করা হয় ৷

নিহত শেখ ফাইজুলের পরিবারের সদস্যরাও তাঁর মৃত্যুর জন্য কাজল শাহ ও তাঁর অনুগামীদেরই দায়ী করেছেন ৷ ঘটনার পর ফের একবার গ্রামে বোমাবাজি শুরু হয় ৷ গ্রামবাসীর দাবি, বোমাবাজি করে তৃণমূলেরই দুই গোষ্ঠী ৷ পরিস্থিতি সামাল দিতে বাহিনী নিয়ে গ্রামে পৌঁছয় পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

Last Updated : Nov 6, 2022, 12:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details