পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কিশোরীকে অপহরণের অভিযোগে হলদিয়া থেকে ধৃত যুবক - birbhum

কিশোরীকে বিয়ের প্রস্তাব দিয়ে বাড়ি থেকে নিয়ে চলে গিয়েছিলেন বিশ্বজিৎ দাস নামে এক যুবক। সোমবার রাতে হলদিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ ৷ গ্রেফতার করা হয় যুবককে ৷

bolpur
প্রাক্তন সেনাকর্মীর মেয়েকে অপহরণে হলদিয়া থেকে ধৃত যুবক

By

Published : Jul 20, 2021, 10:45 AM IST

বোলপুর, 20 জুলাই : প্রাক্তন সেনাকর্মীর মেয়েকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বোলপুর থানার পুলিশ । কিশোরীকে বিয়ের প্রস্তাব দিয়ে বাড়ি থেকে নিয়ে চলে গিয়েছিলেন বিশ্বজিৎ দাস নামে ওই যুবক। সোমবার রাতে হলদিয়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশ ৷ বোলপুরের বাইপাস এলাকার বাসিন্দা শ্যামানন্দ সরকার। তিনি প্রাক্তন সেনাকর্মী। অভিযোগ, তাঁর 14 বছরের কিশোরীকে গত 15 জুলাই বাড়ি থেকে নিয়ে যায় বিশ্বজিৎ দাস । এই যুবকের বাড়ি বোলপুরের সুরশ্রীপল্লি এলাকায় ।

এই ঘটনার পর বোলপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন শ্যামানন্দবাবু ৷ এদিন বোলপুর থানার পুলিশ হলদিয়া থেকে যুবককে গ্রেপ্তার করে । জানা গিয়েছে, কিশোরীকে বাড়ি থেকে আসার সময় বেশকিছু সোনার গয়না নিয়ে আসতেও বাধ্য করে এই যুবক । শ্যামানন্দ সরকার বলেন, "মিথ্যা চাকরির পরিচয় দিয়ে আমার মেয়েকে অপহরণ করেছিল বিশ্বজিৎ। পুলিশকে ধন্যবাদ জানাই আমার মেয়েকে উদ্ধার করার জন্য।"

আরও পড়ুন: বিয়ের দেড় মাসের মধ্যেই তরুণীর মৃত্যু, শ্বশুরবাড়ির সদস্যরা বেপাত্তা

15 জুলাই থেকে কিশোরীর পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করে ৷ কিন্তু কোনওভাবেই কিশোরীকে খুঁজে পাচ্ছিল না ৷ অবশেষে সোমবার রাতে কিশোরীকে উদ্ধার করা হয় ৷ উদ্ধার করা হয় সোনার গয়নাও ৷ স্বস্তি পায় কিশোরীর পরিবার ৷

ABOUT THE AUTHOR

...view details