পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Artist Nurul Hasan: একসঙ্গে চারটি ছবি আঁকছেন বিস্ময় যুবক, ভাইরাল ভিডিয়ো - নুরুল হাসান

নুরুলের প্রতিভায় মুগ্ধ হয়ে তাঁর ভিডিয়ো শেয়ার করেছেন বলিউড অভিনেতা সোনু সুদও ৷ নুরুলের সহপাঠী জানিয়েছেন আঁকতে এতই ভালবাসেন এই যুবক যে, নাওয়া-খাওয়া ভুলে যখনই সময় পান এই কাজে বসে যান তিনি ৷

Artist Nurul Hasan
একসঙ্গে চারটি ছবি আঁকছেন বিস্ময় যুবক, ভাইরাল ভিডিও

By

Published : Nov 14, 2021, 8:52 PM IST

রামপুরহাট, 14 নভেম্বর:বীরভূমের রামপুরহাটের পাইকর থানার অন্তর্গত আমডোল গ্রামের যুবক নুরুল হাসান ৷ 22 বছরের এই যুবক বর্তমানে পড়াশোনার জন্য থাকেন রামপুরহাট শহরে ৷ ছবি এঁকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন এই বিস্ময় যুবক ৷

একসঙ্গে 4টি ছবি এঁকে তাক লাগিয়ে দিয়েছেন এই যুবক ৷ নুরুল জানিয়েছেন, ছোটবেলা থেকেই আঁকার প্রতি আকর্ষণ ছিল তাঁর। কিন্তু ছবি আঁকার কোনও প্রশিক্ষণ তিনি নেননি ৷ উচ্চমাধ্যমিক পাশ করার পর ইউটিউব দেখেই মূলত নিয়মিত ছবি আঁকা শুরু করেন তিনি ৷ এভাবেই শুরু ৷ ইউটিউবে নিজের একটি চ্যানেলও রয়েছে তাঁর ৷

আরও পড়ুন : Anubrata Mandal : কেউ দুর্নীতি করলে শুইয়ে দেব, আবারও বেলাগাম অনুব্রত

সম্প্রতি একসঙ্গে চারটি ছবি এঁকেছেন নুরুল ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে তাঁর সেই ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেতা সোনু সুদও ৷ এই প্রসঙ্গে নুরুল বলেন, "একদিন আমি একটি ইউটিউব চ্যানেলে একজনকে একসঙ্গে দুটি ছবি আঁকতে দেখি ৷ ওই ভিডিয়ো দেখে আমার ইচ্ছে হয়েছিল এই ধরনের ছবি আঁকতে। তারপর থেকে আমি চেষ্টা শুরু করি। প্রথমে তিনটে ছবি একসঙ্গে স্কেচ করি । সেই স্কেচ করার ভিডিয়োটি আপলোড করতে ভাইরাল হয় সেটি । তারপর আমি একসঙ্গে চারটে ছবি আঁকি।" নুরুল সহপাঠী আব্দুল্লাহ শেখ জানিয়েছেন, ছবি আঁকতে এতই ভালবাসেন এই যুবক যে, সময় পেলেই নাওয়া-খাওয়া ভুলে ছবি আঁকতে বসে পড়েন তিনি ৷

নুরুলের ছবি আঁকার ভিডিয়ো দেখে, বিভিন্ন টিভি চ্যানেলের রিয়েলিটি শো থেকে ফোন আসতে শুরু করেছে তাঁর কাছে। নুরুলের প্রশংসকদের দাবি, তিনিই হলেন প্রথম ভারতীয় চিত্রশিল্পী যিনি একসঙ্গে চারজনের স্কেচ আঁকলেন ৷

ABOUT THE AUTHOR

...view details