বোলপুর, 23 মে : শ্রমিকরা তাঁদের অধিকার থেকে বঞ্চিত হলে যে দফতরে অভিযোগ করেন, সেই শ্রম দফতরের শ্রমিকরাই বেতন পাচ্ছে না বলে এবার অভিযোগ উঠল । বোলপুরে শ্রম দফতরের কর্মীরা গত 8 মাস ধরে কাজ করেও বেতন পাননি, বিনা বেতনেই কাজ করে চলেছেন তাঁরা (workers of Labour Department Office at Bolpur are not getting salary) । বিষয়টি একাধিকবার দফতরের কর্তাদের জানিয়েও কোন ফল হয়নি, দাবি এই কর্মীদের ৷ অক্টোবর মাসে কাজে যোগ দেওয়ার পর থেকে তাঁরা একবারও বেতন পাননি বলে জানিয়েছেন কর্মীরা ৷
গত বছর 1 সেপ্টেম্বর নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি বোলপুরের পারুলডাঙায় শ্রম দফতরের অফিসের উদ্বোধন করেন ৷ পাশাপাশি, শ্রম দফতরের অতিথি নিবাসেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । এটিই বীরভূম জেলায় শ্রম দফতরের প্রধান কার্যালয় । উদ্বোধনের পর এখানে বিভিন্ন পদে কাজে যোগ দেন 6 জন কর্মী ৷ কেউ নিরাপত্তারক্ষী হিসেবে কাজে করেন, কেউ কেরানি হিসেবে ৷ কিন্তু কাজ শুরুর পর 8 মাস হয়ে গেলেও তাঁরা কোনও বেতন পাননি বলে জানিয়েছেন এই কর্মীরা ৷ তাঁদের দাবি, একাধিকবার লিখিত অভিযোগ করেও কোনও ফল হয়নি ৷ এক কথায়, শুধুমাত্র আশ্বাসে ভরসা রেখেই এখনও নিয়মিত কাজ করে চলেছেন শ্রম দফতরের এই 6 জন কর্মী ৷