বোলপুর, 5 অগাস্ট : অসুস্থতার কারণে এতদিন আসতে পারেননি ৷ 34 দিন পর গতকাল বোলপুরের দলীয় কার্যালয়ে এলেন অনুব্রত মণ্ডল ৷ ফিরেই পুরোনো মেজাজে দেখা গেল তাঁকে ৷ কেমন আছেন জিজ্ঞাসা করা হলে তাঁর জবাব, "খুব ভালো ৷ মারামারি করতে দিলে ফার্স্ট হব ৷"
কয়েকদিন ভরতি ছিলেন SSKM হাসপাতালে ৷ 10 জুলাই হয় অস্ত্রোপচার ৷ চারদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই কাটাতে হচ্ছিল বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে ৷ থাকতে পারেননি 21 জুলাইয়ের শহিদ সমাবেশ ও নানুরের শহিদ স্মরণ সভাতেও ৷ বাড়ি থেকেই দলের বিভিন্ন কর্মসূচির উপর নজর রাখছিলেন ৷