পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: দেউচা-পাচামিতে কোন ইস্যুতে ভোট চাইবে তৃণমূল ? ক্ষোভে ফুসছেন বাসিন্দারা - dewcha pachami

আগামী 8 জুলাই পঞ্চায়েত নির্বাচন ৷ প্রচার শুরু হয়ে গিয়েছে ৷ প্রচারে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের আধিপত্যই বেশি ৷ তার পরও বীরভূমের মহম্মদ বাজারে এখনও প্রচারে নামতে পারেনি তৃণমূল ৷ কারণ কী ?

Panchayat Elections 2023
Panchayat Elections 2023

By

Published : Jun 24, 2023, 9:10 PM IST

Updated : Jun 24, 2023, 10:14 PM IST

পঞ্চায়েতে প্রচারই শুরু করতে পারেনি তৃণমূল

দেউচা-পাচামি (বীরভূম), 24 জুন: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হতে চলেছে বীরভূমের দেউচা-পাচামি । সেখানেই কোন মুখে ভোট চাইবে শাসক দল তৃণমূল, তা নিয়েই সংশয় তৈরি হয়েছে শাসক দলের অন্দরে ৷ কারণ, জমি দিতে নারাজ বাসিন্দারা ৷ সেই কারণে প্রার্থী দিলেও এখনও মহম্মদবাজার এলাকায় প্রচারে নামতেই পারেনি তৃণমূল ৷

উন্নয়ন থেকেও বঞ্চিত বলে অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ ৷ অভিযোগ, গ্রামে গ্রামে হয়নি রাস্তা ৷ সাধারণ মানুষ পাননি আবাসন যোজনার বাড়ি, নেই পর্যাপ্ত জল ৷ তাই একাংশ ভোট বয়কটের ডাক দিয়েছেন । আবার তৃণমূলের উপর আস্থা হারিয়ে হিংলো ও ভাড়কাঁটা গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দিয়েছেন খনি বিরোধী আন্দোলনকারীরা । সব মিলিয়ে দেউচা-পাচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকায় পঞ্চায়েত নির্বাচনে চরম সমস্যায় পড়েছে শাসক দল ৷

তবে দেউচা-পাচামির বাসিন্দাদের ক্ষোভের কথা স্বীকার করে নেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ৷ তিনি বলেন, "একটা অংশে সত্যিই কাজ হয়নি ৷ তবে আমরা আপ্রাণ চেষ্টা করছি ওই এলাকার মানুষের জন্য কাজ করার ৷ মুখ্যমন্ত্রী বারবার বলেছেন উন্নয়ন সব জায়গায় পৌঁছে দিতে৷ তাই খামতি থাকলে নির্বাচনের পর পূরণ করে দেব ৷ আমাদের ওখানকার নেতারা হয় তো জনসংযোগ করতে পারেননি ৷ আমি নিজে যাব, সবার সঙ্গে কথা বলে প্রচার কীভাবে করা যায়, সেটাই ঠিক করব ।"

বীরভূমে তৃণমূলের দেওয়াল লিখন

আরও পড়ুন:জয়ের পরই রংবদল ! বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেই তৃণমূলে যোগ বিজেপি প্রার্থীর

বিশেষজ্ঞরা বলছেন, ক্রিটেশিয়াস যুগে ভূ-আন্দোলনের ফলে ছোটনাগপুর প্রান্তীয় অঞ্চলের বিস্তীর্ণ এলাকা ভূগর্ভে চলে যায় । তাই ঝাড়খণ্ড-বাংলা সীমানা সহ বীরভূমের দেউচা-পাচামি এলাকা খনিজ সম্পদে ভরপুর ৷ দেউচা পাচামিতে কমপক্ষে 3 হাজার 400 একর জমিজুড়ে 1 হাজার 179 মিলিয়ন হেক্টর কয়লা ব্লক রয়েছে । যা উত্তোলিত হলে এটিই হবে আমেরিকার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলামুখ কয়লা খনি ৷

এছাড়াও, কয়লার স্তরের উপর 1 হাজার 138 মিলিয়ন হেক্টর ব্যাসল্ট শিলাস্তর রয়েছে ৷ তাই এখানে কয়লা খনি প্রকল্পের জন্য এখনও পর্যন্ত 35 হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে ৷ যার মধ্যে 10 হাজার কোটি টাকা পুনর্বাসন প্যাকেজে খরচ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

কিন্তু, এই কয়লা খনি করতে কমপক্ষে 12টি গ্রামের 21 হাজার মানুষের বসতি অন্যত্র সরাতে হবে । যার মধ্যে অধিকাংশই আদিবাসী মানুষ । এছাড়া, ধ্বংস হবে বিস্তীর্ণ বনাঞ্চল, জলাভূমি, চারণভূমি । তাই প্রথম থেকে প্রস্তাবিত কয়লা খনির জন্য জমি দিতে নারাজ এই এলাকার মানুষজন ৷ জল-জঙ্গল-জমি বাঁচাতে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পথে নেমেছেন দেউচা-পাচামির বাসিন্দারা ।

দেউচা পাচামির প্রস্তাবিত কয়লা খনি এলাকার বাসিন্দারা

আগামী 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ দিকে দিকে তৃণমূল প্রার্থীরা প্রচার শুরু করেছে ৷ কিন্তু, এই দেউচা-পাচামিতে কোন মুখে ভোট চাইবে শাসক দল, তা নিয়েই মহাগেরোয় পড়েছেন নেতারা ৷ কারণ, একদিকে দেওয়ানগঞ্জ ও হরিণসিংয়া কোল ব্লক এলাকার মানুষের কাছ থেকে তাদের ভিটে মাটি চাইছে সরকার । অন্যদিকে, গ্রামগুলি উন্নয়ন থেকে বঞ্চিত বলে অভিযোগ ।

আরও পড়ুন:বীরভূমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 4টি পঞ্চায়েত সমিতি তৃণমূলের, বোলপুরে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারের হিড়িক

স্থানীয় বাসিন্দাদের দাবি, এখনও কাঁচামাটির রাস্তা । বর্ষায় হাঁটু জল-কাদা । মেলেনি সরকারি আবাসন যোজনার বাড়ি, নেই পর্যন্ত পানীয় জল ৷ এমনকি, হিংলো ও ভাড়কাঁটা গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে সদস্যদের এলাকায় দেখায় যায় ৷ তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা ৷

একাংশ স্পষ্ট বলছেন, কী হবে ভোট দিয়ে, যেখানে উন্নয়ন নেই । তাদের আরও অভিযোগ, সরকার জমি চাইছে, কয়লা খনির বিরোধিতা করার জন্যই উন্নয়ন বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামগুলিতে । তবে খনি বিরোধী আন্দোলনকারীদের আরেকটি অংশ এবার তৃণমূলের বিরুদ্ধেই প্রার্থী দিয়েছে দু’টি পঞ্চায়েতেই ৷ তাদের বক্তব্য, শাসক দলের বিরুদ্ধে আস্থা নেই ৷ তাই নির্বাচনে লড়াই করে, নিজেদের উন্নয়ন তারা নিজেরাই করতে চান ৷ অর্থাৎ, এক কথায় এই এলাকায় কী হিসেবে ভোট চাইবে তৃণমূল, তা নিয়ে নিজেরাই সংশয়ে ৷

বীরভূমে দেউচা ব্য়ারেজে যাওয়ার রাস্তা

দেউচা-পাচামির দেওয়ানগঞ্জ, হরিণসিংয়ার বাসিন্দারা বলছেন, "জমি আমরা দেব না ৷ ভোটও আমরা দেব না ৷ কী হবে ভোট দিয়ে ৷ দেখছেন তো গ্রামে কিছুই হয়নি । রাস্তা নেই, কেউ বাড়ি পায়নি ৷ তৃণমূলের কোনও নেতা এসে খোঁজ নেয় না ৷ তাই আমরা ভোট দেব না ৷ কয়লা খনিও চাই না ।"

আরও পড়ুন:অন্য দৃশ্য! সিপিএম প্রার্থীকে ফুল-মিষ্টি দিয়ে শুভেচ্ছা তৃণমূল প্রার্থীর

Last Updated : Jun 24, 2023, 10:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details