পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাতভর ঘেরাও, পড়ুয়াদের আচরণে মর্মাহত বিশ্বভারতীর উপাচার্য - Surround VC

5 ঘণ্টা আলোচনার পরও মিলল না সমাধান সূত্র । বিশ্বভারতীতে ফি বৃদ্ধির প্রতিবাদে অব্যাহত পড়ুয়াদের আন্দোলন । রাতভর ঘেরাও থাকলেন উপাচার্য-সহ 100 জন অধ্যাপক ও আধিকারিকরা ।

পড়ুয়াদের ঘেরাও

By

Published : May 22, 2019, 2:52 PM IST

Updated : May 22, 2019, 3:00 PM IST

শান্তিনিকেতন, 22 মে : ফি বৃদ্ধির প্রতিবাদে রাতভর ঘেরাও বিশ্বভারতীর উপাচার্য-সহ 100 জন অধ্যাপক ও আধিকারিক । বিশ্ববিদ্যালয়ে ভরতির ফি বৃদ্ধি নিয়ে গতকালই বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । কিন্তু সমস্যার সমাধান না-হওয়ায় লিপিকা প্রেক্ষাগৃহে উপাচার্য-সহ অধ্যাপক ও আধিকারিকদের আটকে রেখে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা ।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভরতির ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তরস্তরে ফি বাড়ানো নিয়ে গতকাল বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । উপাচার্য বলেন, "5 ঘণ্টার আলোচনা হয়েছে । আমরা পড়ুয়াদের দাবি মেনে নিয়েছি । বলেছি, যেহেতু ভরতি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এই মুহূর্তে তা থামানো যাবে না । যারা ভরতি হবে, অতিরিক্ত টাকাটা তাদের অ্যাডমিশন ফি-র সঙ্গে যুক্ত করা হবে । সেক্ষেত্রে তাদের অতিরিক্ত টাকা দিতে হবে না ।" কিন্তু পড়ুয়ারা এই সিদ্ধান্ত মানতে নারাজ । ঘেরাও প্রসঙ্গে উপাচার্য জানান, সকালে যাওয়ার বিষয়ে পড়ুয়ারাই তাঁদের প্রস্তাব দেয় । সেই প্রস্তাব শুনে বেরোতে গিয়ে দেখা যায় তারা প্রেক্ষাগৃহের বাইরে বসে রয়েছে । ফলে বেরোনোর সময় ধাক্কাধাক্কিতে এক অধ্যাপিকা অসুস্থ হয়ে পড়েন ।

শুনুন উপাচার্যের বক্তব্য

পড়ুয়াদের এই আচরণ তাঁকে মর্মাহত করেছে বলে জানান উপাচার্য । বিশ্বভারতীতে ভরতির ক্ষেত্রে চলতি বছর থেকে সাধারণ পড়ুয়াদের ক্ষেত্রে ফি দ্বিগুণ, সার্ক অন্তর্ভুক্ত দেশের পড়ুয়াদের ক্ষেত্রে ফি 5 গুণ ও বিদেশি পড়ুয়াদের ক্ষেত্রে ফি 10 গুণ বৃদ্ধি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এরপরেই বর্ধিত ফি কমানোর দাবিতে আন্দোলনে নামে পড়ুয়ারা । তাদের দাবি, বিশ্ববদ্যালয় কর্তৃপক্ষ বর্ধিত ফি না কমানো পর্যন্ত এই আন্দোলন চলবে ।

Last Updated : May 22, 2019, 3:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details