বোলপুর, 20 মার্চ: বিতর্কের মাঝে আবেদনের ভিত্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নামে সম্পূর্ণ জমি (Pratichi land) রেকর্ড করে দিল রাজ্য সরকার ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পিতা প্রয়াত আশুতোষ সেনের উইল অনুযায়ী 1.38 একর জমিই রেকর্ড হল অমর্ত্য সেনের নামে ৷ ইতিমধ্যেই ভূমি ও ভূমি সংস্কার দফতরের সেই রেকর্ডের তথ্য টুইট করে জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh Tweets)। তিনি লিখেছেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী নোবেলজয়ীর পাশে ৷" এখন দেখার বিশ্বভারতী কর্তৃপক্ষ এ বার কী পদক্ষেপ করে ৷
বিশ্বভারতী প্রতিষ্ঠায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহযোগী ছিলেন পণ্ডিত ক্ষিতিমোহন সেন । তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের দাদু ৷ এমনকী 'অমর্ত্য' নামকরণ স্বয়ং বিশ্বকবি করেছিলেন ৷ কবিগুরুর সময় থেকেই শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়িতে বসবাস করছে সেন পরিবার ৷ 1943 সালে অমর্ত্য সেনের বাবা প্রয়াত আশুতোষ সেনের নামে 99 বছরের জন্য এই জমি ইজারা দেওয়া হয়েছিল ৷ পরবর্তীতে 2005 সালে এই জমি অমর্ত্য সেনের নামে মিউটেশন হয় ৷
বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ, প্রতীচী বাড়িতে 13 ডেসিমেল জমি অতিরিক্ত দখল করে রাখা হয়েছে । এই মর্মে জমি ফেরত চেয়ে অধ্যাপক সেনকে 3টি চিঠি দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । এমনকী ভারতরত্ন অমর্ত্য সেনকে নিশানা করে একাধিক মন্তব্য করতেও শোনা গিয়েছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ৷ বাবার উইল অনুযায়ী 1.38 একর জমি রেকর্ড করে দেওয়ার আবেদন জানিয়ে বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতরে চিঠি দিয়েছিলেন অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী ।
এরপরেই অমর্ত্য সেনকে জমি ফেরত না দিলে মামলা করার হুমকি দিয়ে নোটিশ দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ । 13 ডেসিমেল জমি ফেরত না দিলে 1971 সালের উচ্ছেদ আইন অনুযায়ী ব্যবস্থা কেন নেওয়া হবে না তা জানতে চেয়ে অমর্ত্য সেনকে শোকজ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ । পাশাপাশি 29 মার্চ বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সংক্রান্ত বিষয়ে সশরীরে অমর্ত্য সেনকে হাজির থাকার কথা বলা হয়েছে ৷ তিনি থাকতে না পারলে প্রতিনিধি পাঠাতে পারেন সে কথাও উল্লেখ রয়েছে ৷
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বিশ্বভারতীর হুঁশিয়ারি নোটিশের পরেই দেখা গেল 1.38 একর অর্থাৎ সম্পূর্ণ জমিই তাঁর নামে রেকর্ড করে দিল রাজ্য সরকার । 29 মার্চ অমর্ত্য সেনকে সশরীরে জমির নথি নিয়ে হাজিরার নির্দেশ দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । তার আগেই সম্পূর্ণ জমি অমর্ত্য সেনের নামে রেকর্ড হয়ে গেল ।