পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লোকসাংস্কৃতিক মহোৎসবের উদ্বোধনে আসছেন শান্তিনিকেতনে রাজ্যপাল - উদ্বোধনে আসছেন শান্তিনিকেতনে রাজ্যপাল

Folk Culture Festival in Santiniketan: বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের শান্তিনিকেতন শাখা সৃজনী শিল্পগ্রামে শুরু হবে চারদিনের লোকসাংস্কৃতিক মহোৎসবে ৷ দুপুর 3টের সময় উৎসবের সূচনা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বুধবার রাজ্যপালের সফরসূচি প্রকাশ করা হয় ৷

Folk Culture Festival in Santiniketan
Folk Culture Festival in Santiniketan

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 8:08 PM IST

সাংবাদিক বৈঠকে পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের অধিকর্তা আশিস গিরি-সহ অন্যরা

বোলপুর, 13 ডিসেম্বর: বাংলা-সহ আটটি রাজ্যকে নিয়ে লোক মহোৎসবের সূচনা করতে শান্তিনিকেতনে আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তার চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ । বুধবার সৃজনী শিল্পগ্রামে সাংবাদিক বৈঠক করে অনুষ্ঠানে সূচি ও রাজ্যপালের সফরসূচি প্রকাশ করলেন পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের অধিকর্তা আশিস গিরি ও সহ-অধিকর্তা তাপস সামন্ত রায় । ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনের কথা মাথায় রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের (ইজেডসিসি) শান্তিনিকেতন শাখা সৃজনী শিল্পগ্রামে চারদিনের লোকসাংস্কৃতিক মহোৎসবের আয়োজন করা হয়েছে ৷ এই অনুষ্ঠানের সূচনা করতে 14 ডিসেম্বর শান্তিনিকেতন আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । দুপুর 3টেয় তিনি মহোৎসবের উদ্বোধন করবেন । বাংলা-সহ আটটি রাজ্য থেকে প্রায় 1200 লোকশিল্পী ও হস্তশিল্পী অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানে ।

সাংবাদিক বৈঠকে পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের অধিকর্তা আশিস গিরি-সহ অন্যরা

এই মহোৎসবে লোকগান, লোকনৃত্য, জনজাতীয় নৃত্য, গীত মঞ্চস্থ করবেন৷ পাশাপাশি থাকছে আটটি রাজ্যের হস্তশিল্পের প্রদর্শনী ও চিত্রকর্মশালা । এছাড়া, বিভিন্ন রাজ্যের নানারকম খাবারের সম্ভার থাকবে । চারদিনের অনুষ্ঠানে অসমের বিহু, সিকিমের সিংহী ছাম, বিহারের ঝিঝিয়া নৃত্য, ঝাড়খণ্ডের কড়সা নৃত্য, মণিপুরের থাং টা, ওড়িষ্যার সম্বলপুরী নৃত্য, ত্রিপুরার হোজাগিরি নৃত্য ও পশ্চিমবঙ্গের বিলুপ্তপ্রায় টোটো জনজাতীয় নৃত্য প্রদর্শিত হবে পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রে । চারদিন সকাল 10টা থেকে শুরু হবে নানা অনুষ্ঠান ও দুপুর 3টে থেকে শুরু হবে প্রদর্শনীগুলি ৷

ইতিমধ্যেই অনুষ্ঠানে চূড়ান্ত প্রস্তুতি শেষ ৷ সেজে উঠেছে সৃজনী শিল্পগ্রাম । এদিন সাংবাদিক বৈঠক করে পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের অধিকর্তা আশিস গিরি বলেন, "বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে ৷ সেকথা মাথায় রেখেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । রাজ্যপাল উৎসবের উদ্বোধন করবেন ৷ এছাড়া, আমরা বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য-সহ বীরভূম জেলার গণ্যমান্য ব্যাক্তিদের আমন্ত্রণ জানিয়েছি ।"

আরও পড়ুন:

  1. বাংলা-সহ 8 রাজ্যের লোক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনায় রাজ্যপাল, আসছেন শান্তিনিকেতনে
  2. স্মরণে আধুনিক চিত্রশিল্পের পথিকৃৎ, 50তম নন্দনমেলা উপলক্ষ্যে সেজে উঠল কলাভবন
  3. প্রমথনাথ বিশীকে লেখা রবীন্দ্রনাথের 18টি চিঠি বিশ্বভারতীর হাতে তুলে দিল টেগোর রিসার্চ ইনস্টিটিউট

ABOUT THE AUTHOR

...view details