শান্তিনিকেতন, 17 অগাস্ট : অপব্যবহারের অভিযোগ । বিশ্বভারতীর উপাচার্যের সশস্ত্র নিরাপত্তারক্ষী তুলে নিল রাজ্য সরকার । গতকাল দপ্তরে থাকা সশস্ত্র নিরাপত্তারক্ষীদের নিয়ে মিছিল করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । এই ধরনের নিয়ম বহির্ভূত কাজের জন্যই তাঁর সশস্ত্র নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।
গতকাল বিশ্বভারতীর ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠের চারিদিক ঘেরাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় । ক্ষুব্ধ আশ্রমিক থেকে শুরু করে পড়ুয়া, রবীন্দ্র-অনুরাগী মানুষজন । কাজ বন্ধ করতে উদ্যোগী হয় বোলপুর ব্যবসায়ী সমিতি । বচসা শুরু হয় ঠিকাদারের সঙ্গে । মারধরও করা হয় ঠিকাদারকে । বন্ধ করে দেওয়া হয় প্রাচীর তোলার কাজ । এরপরই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে একাংশ কর্মী-অধ্যাপক-অধ্যাপিকা মিছিল করেন । কোরোনা পরিস্থিতির মধ্যে পাঁচশোর বেশি মানুষের জমায়েত নিয়েও প্রশ্ন ওঠে ।
বিশ্বভারতীর উপাচার্যের দপ্তরে সর্বক্ষণের জন্য মোতায়েন থাকে সশস্ত্র নিরাপত্তারক্ষী । সেই নিরাপত্তারক্ষীদের নিয়ে রবিবার মিছিলে হাঁটেন উপাচার্য । এহেন কাজ নিয়ম-বহির্ভূত । এই ঘটনার পরই উপাচার্যের চারজন সশস্ত্র নিরাপত্তারক্ষী তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার । এই নিরাপত্তারক্ষীরা মূলত উপাচার্যের দপ্তরে মোতায়েন ছিলেন ।