পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশ্বভারতীর উপাচার্যের সশস্ত্র নিরাপত্তারক্ষী তুলে নিল রাজ্য - বিশ্বভারতীর খবর

নিয়মবহির্ভূতভাবে গতকাল সশস্ত্র নিরাপত্তারক্ষীদের নিয়ে মিছিল করেছিলেন উপাচার্য । এরপরই আজ উপাচার্যের চার সশস্ত্র নিরাপত্তারক্ষী সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন ।

Viswa Bharati Vice Chancellor
বিশ্বভারতীর উপাচার্য

By

Published : Aug 17, 2020, 3:31 PM IST

শান্তিনিকেতন, 17 অগাস্ট : অপব্যবহারের অভিযোগ । বিশ্বভারতীর উপাচার্যের সশস্ত্র নিরাপত্তারক্ষী তুলে নিল রাজ্য সরকার । গতকাল দপ্তরে থাকা সশস্ত্র নিরাপত্তারক্ষীদের নিয়ে মিছিল করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । এই ধরনের নিয়ম বহির্ভূত কাজের জন্যই তাঁর সশস্ত্র নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।

গতকাল বিশ্বভারতীর ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠের চারিদিক ঘেরাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় । ক্ষুব্ধ আশ্রমিক থেকে শুরু করে পড়ুয়া, রবীন্দ্র-অনুরাগী মানুষজন । কাজ বন্ধ করতে উদ্যোগী হয় বোলপুর ব্যবসায়ী সমিতি । বচসা শুরু হয় ঠিকাদারের সঙ্গে । মারধরও করা হয় ঠিকাদারকে । বন্ধ করে দেওয়া হয় প্রাচীর তোলার কাজ । এরপরই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে একাংশ কর্মী-অধ্যাপক-অধ্যাপিকা মিছিল করেন । কোরোনা পরিস্থিতির মধ্যে পাঁচশোর বেশি মানুষের জমায়েত নিয়েও প্রশ্ন ওঠে ।

বিশ্বভারতীর উপাচার্যের দপ্তরে সর্বক্ষণের জন্য মোতায়েন থাকে সশস্ত্র নিরাপত্তারক্ষী । সেই নিরাপত্তারক্ষীদের নিয়ে রবিবার মিছিলে হাঁটেন উপাচার্য । এহেন কাজ নিয়ম-বহির্ভূত । এই ঘটনার পরই উপাচার্যের চারজন সশস্ত্র নিরাপত্তারক্ষী তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার । এই নিরাপত্তারক্ষীরা মূলত উপাচার্যের দপ্তরে মোতায়েন ছিলেন ।

এই সংক্রান্ত আরও খবর :পৌষমেলার মাঠ ঘিরতে শুরু পাঁচিল তোলার কাজ, আশ্রমিককে হেনস্থার অভিযোগ বিশ্বভারতীতে

এছাড়া শান্তিনিকেতন থানার সামনে রাস্তায় ব্যারিকেড করে প্রাচীর দেওয়ার কাজ চলছিল । ওই রাস্তা দিয়ে মানুষজনকে যেতে বাধা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ । ঘটনায় পুলিশ বিশ্বভারতীর ব্যারিকেড বাজেয়াপ্ত করেছে । ঠিকাদারকে মারধরের ঘটনায় বোলপুর ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে শান্তিনিকেতন থানায় । অন্যদিকে, মহিলা আশ্রমিককে হেনস্থার ঘটনায় বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে । একইসঙ্গে কোরোনা পরিস্থিতিতে জমায়েত করার জন্য উপাচার্যের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

এই সংক্রান্ত আরও খবর: পৌষমেলার মাঠ ঘিরতে বাধা, ভাঙা হল পাঁচিল-নির্মাণ সামগ্রী

এদিকে আজ বোলপুর-শান্তিনিকেতনের হাজারেরও বেশি মানুষ সদ্য তৈরি হওয়া পৌষমেলার মাঠের প্রাচীরটি ভেঙে দেয় । বিশ্বভারতীর অস্থায়ী ক্যাম্প অফিস, পৌষমেলার গেট ভেঙে দেওয়া হয়েছে । JCB মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয় নির্মাণ সামগ্রীও । অশান্তির পরিস্থিতি এখনও অব্যাহত বিশ্বভারতীতে ।

ABOUT THE AUTHOR

...view details