কীর্ণাহার, 3 মার্চ : স্কুল পড়ুয়াদের দলীয় প্রচারে ব্যবহার করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। পোশাক পরা আবস্থায় 'বাংলা নিজের মেয়েকেই চায়' লেখা পোস্টার নিয়ে প্রচার করতে দেখা গেল কীর্ণাহারের একটি স্কুলের পড়ুয়াদের। ঘটনাটি নানুরের কীর্ণাহারের শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে।
গতকাল স্কুল চত্বরেই পড়ুয়াদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত পোস্টার নিয়ে চলে প্রচার৷ "বাংলা নিজের মেয়েকেই চায়", তৃণমূলের নতুন স্লোগান নিয়ে পড়ুয়াদের দিয়ে প্রচার চালানো হয়। প্রশ্ন উঠছে, কীভাবে পড়ুয়াদের দিয়ে স্কুলের ভিতরে দলীয় প্রচার করা হল ? যদিও, বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্য।