গলসি, 13 মার্চ : "বিজেপিকে একটিও ভোট নয়", বিয়ে বাড়িতে পোস্টার হাতে প্রচারে নব দম্পতি ৷ এমনকী আমন্ত্রিতরাও রাজনৈতিক ব্যানার হাতে বর-কনের সঙ্গে দিব্যি ছবি তুললেন ৷ সেই ছবি ফেসবুকে আপলোড হতেই মুহূর্তে ভাইরাল । যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷
বর্ধমান জেলার গলসি থানার শিমূলিয়া গ্রামের বাসিন্দা শেখ মহম্মদ হাফিজুল ৷ পেশায় অধ্যাপক ৷ সম্প্রতি তিনি বিয়ে করেছেন ৷ পাত্রী বীরভূম জেলার তারাপীঠের মেয়ে আজিজা খাতুন । এমনিতে আর পাঁচটা সাধারণ বিয়ের মতোই ছিল তাঁদের বিয়ে ৷ কিন্তু বিয়ের পর নব দম্পতি যে ছবি তোলেন, সেই ছবিতেই দেখা যায় বর-কনের হাতে "বিজেপিকে একটিও ভোট নয়, ফ্যাসিস্ট আরএসএস-বিজেপির বিরুদ্ধে বাংলা" লেখা পোস্টার । এমনকি ওই বিয়েবাড়িতে আসা আমন্ত্রিতরাও একই পোস্টার হাতে নব দম্পতির সঙ্গে হাসিমুখে ছবি তোলেন । ফেসবুকে সেই ছবি পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয় ৷ এরপরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।